স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ আগস্ট: তাঁকে বলা হয় ‘নানজিংয়ের দেবদূত’। তাঁর ওপর নির্মিত হয়েছে তথ্যচিত্র। একজন নয়, দুজন নয়, ২১ বছরে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনেছেন ৪৬৯ জনকে!নানজিং চীনের জিয়াংসু প্রদেশের রাজধানী। এখানকার ইয়াংসি নদীর ওপর থাকা সেতুর একটি কুখ্যাতি রয়েছে। অনেকেই এই সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আর এমন অনেক আত্মহননের চেষ্টাকারীর সামনেই তিনি আবির্ভূত হন দেবদূতের মতো।এই ব্যক্তির নাম চেন সি, বয়স ৫৬ বছর। তিনি একজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী। ২১ বছর ধরে তিনি এই মহৎ কাজটি করে আসছেন। দৈনিক ১০ বার ওই সেতুর ওপর টহল দেন। আর পর্যবেক্ষণ করতে থাকেন কারও মধ্যে আত্মহননের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কি না।
চেন সি বলেন, তিনি মানুষের গতিবিধি দেখে আত্মহনন মনোবৃত্তির বিষয়টি বুঝতে পারেন। তাঁর ভাষায় এসব মানুষের মধ্যে স্বাভাবিক চঞ্চলতা থাকে না। শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোর মধ্যে একধরনের স্থবিরতা দেখা যায়।চেন প্রথমে আত্মহনন করতে যাওয়া লোকটির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এর মধ্য দিয়ে তাঁর কষ্ট হালকা করার চেষ্টা করেন। এরপর তাঁকে সেতুর ওপর থেকে নিয়ে আসেন। চেন বলেন, যাঁরা সেতুতে আত্মহত্যা করতে আসেন, সাধারণত তাঁরা সেখানে দীর্ঘক্ষণ একমনে বসে থাকেন অথবা অযথা পায়চারি করতে থাকেন।
সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছেন, এমন অনেক ব্যক্তিকে পেছন থেকে জাপটে ধরে বাঁচিয়েছেন চেন সি। আর কেউ নদীতে পড়ে গেলে তিনিও সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন। যেভাবেই হোক, ওই ব্যক্তিকে তীরে উঠিয়ে নিয়ে আসেন।চেন শুধু কাউকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনেই দায়িত্ব শেষ করেন না। মানসিকভাবে সুস্থ না হওয়া পর্যন্ত তিনি নিজ খরচে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন।সেতুর ওপর টহল দেওয়ার সময় চেনের গায়ে একটি লাল রঙের জ্যাকেট থাকে। তাতে চায়না ও ইংরেজি ভাষায় লেখা, ‘জীবনের প্রতিটি দিন উপভোগ করো।’