Monday, January 13, 2025
বাড়িবিশ্ব সংবাদভেনেজুয়েলায় নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভে একজন নিহত

ভেনেজুয়েলায় নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভে একজন নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জুলাই: ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভে গতকাল সোমবার একজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টাকালে এ ঘটনা ঘটে। একটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) এ তথ্য জানিয়েছে।প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে গতকাল ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ সারা দেশে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে নিরাপত্তা বাহিনী।

নির্বাচনের ফলাফলে নিকোলা মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)। তবে এতে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলোর জোট। নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে অনেক দেশ।গতকাল নির্বাচনের ফল ঘোষণার পর কারাকাসের রাস্তায় হাজারো মানুষের ঢল নামে। তাঁরা মুক্তি, মুক্তি এবং এই সরকারের পতন হতে যাচ্ছে বলেন স্লোগান দেন। এ সময় অনেকে মাদুরোর নির্বাচনী প্রচারণার পোস্টার পুড়িয়ে দেন।

দেশজুড়ে হুগো চাভেজের অন্তত দুটি ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। প্রয়াত এই সমাজতান্ত্রিক নেতা এক দশকের বেশি সময় ভেনেজুয়েলার ক্ষমতায় ছিলেন। মাদুরোকে উত্তরসূরি হিসেবে নিজ হাতে বেছে নেন তিনি।ফোরো পেনাল নামের একটি অধিকার গোষ্ঠীর প্রধান আলফ্রেডো রোমেরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিখেন, নির্বাচন–পরবর্তী বিক্ষোভে উত্তর-পশ্চিম ইয়ারাকায় অঞ্চলে অন্তত একজন নিহত হয়েছেন। ৪৬ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

এএফপির পর্যবেক্ষণ অনুযায়ী, কারাকাসে বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় বিক্ষোভকারীদের অনেকে হেলমেট ও ব্যান্ডানা পরে নিজেদের রক্ষার চেষ্টা করতে দেখা যায়। নিরাপত্তা বাহিনীর দিকে ইট-পাথর ছুড়তেও দেখা গেছে অনেককে।প্রেসিডেন্ট নির্বাচনে গত রোববার লাতিন আমেরিকার দেশটিতে ভোট হয়। দেশটিতে ১১ বছর ধরে ক্ষমতায় আছেন মাদুরো। সোমবার সিএনইর প্রধান এলভিস আমোরোসো মাদুরোকে বিজয়ী ঘোষণা করেন। তিনি জানান, ভোটে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৪ দশমিক ০২ শতাংশ ভোট।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য