Tuesday, May 20, 2025
বাড়িবিশ্ব সংবাদট্রাম্পের সমাবেশে গুলিতে নিহত হওয়া কে এই কোরি

ট্রাম্পের সমাবেশে গুলিতে নিহত হওয়া কে এই কোরি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ জুলাই: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলিতে নিহত হওয়া ব্যক্তির নাম কোরি কম্পারেটর। তাঁর বয়স ৫০ বছর। দুই সন্তানের জনক কোরি পেশায় ছিলেন দমকলকর্মী। বলা হচ্ছে, পরিবারের সদস্যদের গুলির কবল থেকে বাঁচাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।কোরি কম্পারেটরের মৃত্যুতে তাঁর মেয়ে অ্যালিসন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাস্তব জীবনের একজন প্রকৃত সুপারহিরোর মৃত্যু হয়েছে।’

স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলা হয়। সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করেন হামলাকারী। এতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে যায়।এ হামলার ঘটনায় দর্শক সারিতে থাকা কোরি নিহত হন। আরও দুজন গুরুতর আহত হন।হামলার সময় অ্যালিসন মা–বাবার সঙ্গে ওই সমাবেশে ছিলেন। তিনি লিখেন, ‘তিনি (তাঁর বাবা) আমার মা ও আমাকে মাটিতে ছুড়ে ফেলেন। আমাদের দিকে উড়ে আসা বুলেট থেকে আমাকে রক্ষা করেন।’

কোরিকে ‘সবচেয়ে ভালো বাবা’ বলে উল্লেখ করেন অ্যালিসন। কোরি সব সময় সবাইকে সহায়তা করার জন্য প্রস্তুত থাকতেন। দ্রুত সবার সঙ্গে বন্ধুত্ব গড়তে পারতেন বলেও মন্তব্য করেন তাঁর মেয়ে।হামলায় আহত দুজনের পরিচয় জানানো হয়েছে। তাঁরা হলেন ডেভিড ডাচ (৫৭) ও জেমস কোপেনহাভের (৭৪)। পেনসিলভানিয়া স্টেট পুলিশ গতকাল রোববার জানায়, তাঁদের দুজনই পেনসিভানিয়ার বাসিন্দা। দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

ট্রাম্পের সমাবেশে হামলা করেছিলেন টমাস ম্যাথিউ ক্রুকস নামে ২০ বছরের এক যুবক। রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন তিনি।বিবিসির খবর বলছে, ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব ৭০ কিলোমিটার। তবে কেন ক্রুকস এই হামলা চালালেন, সেটা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!