স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ জুলাই: ফিলিস্তিনি কট্টরপন্থি গোষ্ঠী ইসলামিক জিহাদ সোমবার ইসরায়েল লক্ষ্য করে এক পশলা রকেট ছুড়েছে। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বড় একটি অংশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মিত্র ইসলামিক জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার সীমান্ত বেড়া সংলগ্ন বেশ কয়েকটি ইসরায়েলি এলাকা লক্ষ্য করে রকেট ছুড়েছে।তারা বলেছে, “আমাদের ফিলিস্তিনি লোকজনের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের অপরাধের প্রতিক্রিয়ায় এসব রকেট ছোড়া হয়েছে।”
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, পরপর প্রায় ২০টি রকেট ছোড়া হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।কিন্তু এই হামলা দেখিয়ে দিয়েছে তুলনামূলক ক্ষুদ্র একটি ভূখণ্ড গাজায় নয় মাস ধরে অবিরাম হামলা চললেও ফিলিস্তিনি গোষ্ঠীগুলো এখনও রকেট ক্ষমতার অধিকারীই রয়ে গেছে; অথচ ইসরায়েলের বিরুদ্ধে হুমকি প্রতিরোধ করাই তাদের গাজা অভিযানের লক্ষ্য বলে দাবি দেশটির।খান ইউনিসের পূর্বাংশের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলি ফোন নাম্বারগুলো থেকে অডিও বার্তা পেয়েছেন তারা আর তাতে তাদের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ওই এলাকার বাসিন্দাদের ও আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের উদ্দেশে সামাজিক মাধ্যম এক্স এ ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র আভিচয় আদ্রের করা পোস্টে বলা হয়েছে, “আপনাদে নিরাপত্তার জন্য আপনাদের অবিলম্বে মানবিক অঞ্চলে চলে যেতে হবে।”
সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রকেটগুলো খান ইউনিস এলাকা থেকে ছোড়া হয়েছে।খান ইউনিসের অনেকের ধারণা, ইসরায়েলি বাহিনীর ওই নির্দেশনার অর্থ হতে পারে যে কয়েক সপ্তাহ আগে ছেড়ে যাওয়া এই এলাকায় তারা আবার ফিরে আসতে পারে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সামরিক সক্ষমতা নিঃশেষ করে দেওয়ার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন তারা, এখন কম তীব্র অভিযান চলবে।
“হামাসের সন্ত্রাসী সেনাবাহিনী নির্মূল করার শেষ পর্বের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আর এর অবশিষ্টাংশের ওপর আঘাত চলতে থাকবে,” বলেছেন তিনি।গাজার কয়েকটি অংশে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, ইসরায়েলি বাহিনী এসব এলাকা থেকে কয়েক মাস আগে চলে গিয়েছিল।ইসরায়েলের বাহিনীর ট্যাংকগুলো পঞ্চম দিনের মতো গাজার পূর্বাঞ্চলীয় শেজাইয়া শহরের প্রান্তীয় অঞ্চলের এবং দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীর পশ্চিম ও মধ্যাঞ্চলের আরও গভীরে ঢুকে পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
সোমবার শেজাইয়ায় লড়াইয়ে তারা বহু সংখ্যক ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে।হামাস বলেছে, রাফায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে প্রলুব্ধ করে একটি বাড়িতে নিয়ে ফাঁদে ফেলার পর সেটি উড়িয়ে দিয়েছে।ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে তাদের এক সেনা নিহত হয়েছে।ইসরায়েলের সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, রাফার এক বাড়িতে ফাঁদে পড়ে তাদের এক সেনা নিহত হয়েছে।