স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ জুন: ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট বোন রাজকুমারী অ্যান মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রয়াত রানি এলিজাবেথের একমাত্র মেয়ে রাজকুমারী অ্যান (৭৩) রোববার মাথায় আঘাত পান, তবে আঘাত গুরুতর নয়। তিনি এখন পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের সাউথমিড হাসপাতালে আছেন।বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেছেন, “তিনি সুস্থ হয়ে উঠছেন। পর্যবেক্ষণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে রাখা হয়েছে।”রাজপ্রাসাদের এক কর্মকর্তা জানিয়েছে, তার বাড়ির কাছে গ্যাটকম্ব পার্ক এস্টেটের মাঠে হাঁটার সময় রাজকুমারী মাথায় চোট লাগে। ওই মাঠে অনেক ঘোড়া ছিল আর তার চিকিৎসক দল বলেছে, রাজকুমারীর মাথার জখমের সঙ্গে ঘোড়ার মাথা বা পায়ের আঘাতের সামঞ্জস্য আছে।
রয়টার্স জানিয়েছে, হাসপাতালে অ্যানের সঙ্গে তার স্বামী টিম লরেন্স ও তাদের দুই সন্তান, জারা টিন্ডাল ও পিটার ফিলিপস আছেন। মাথায় আঘাত পাওয়ার সময় লরেন্সও ওই এস্টেটে ছিলেন।বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, “রাজা (তার বোনের) চিকিৎসার বিষয়ে খোঁজ রাখছেন এবং তাকে ঘন ঘন সর্বশেষ পরিস্থিতি জানানো হচ্ছে। রাজকুমারীর দ্রুত সুস্থতার জন্য পুরো রাজপরিবারের পাশাপাশি তিনিও ভালোবাসা ও শুভকামনা পাঠিয়েছেন।”রাজকুমারী অ্যান চলতি সপ্তাহেই বাড়িতে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে তার আসন্ন ব্যস্ততা স্থগিত করা হয়েছে এবং তার কানাডা যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি সেখানে যাচ্ছেন না।
তবে জাপানের সম্রাট নারুহিতো ও তার স্ত্রীর আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হবে এবং রাজা চার্লস তাদের আতিথ্য দেবেন।অ্যান ব্রিটিশ অশ্বারোহী দলের সদস্য ছিলেন। তিনি ১৯৭১ সালের ইউরোপীয় ইভেন্ট চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেন। তারপর ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। অলিম্পিকে অংশ নেওয়া রাজ পরিবারের প্রথম সদস্য ছিলেন তিনি।প্রতিযোগিতা চলাকালীন তিনি বাজেভাবে পড়ে গিয়েছিলেন, কিন্তু উঠে আবার ঘোড়ায় চড়ে দৌড় শেষ করেছিলেন।