Thursday, July 24, 2025
বাড়িবিশ্ব সংবাদহামলায় হামাসের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা নিহত: ইসরায়েলের বিবৃতি

হামলায় হামাসের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা নিহত: ইসরায়েলের বিবৃতি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ মে: ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় চলমান অভিযানে হামাসের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী এ কথা জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, রাফায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো হামলায় হামাসের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত  হয়েছেন। তাঁদের মধ্যে একজন হলেন পশ্চিম তীরে হামাসের চিফ অব স্টাফ ইয়াসিন রাবিয়া। অন্যজনের পরিচয় জানানো হয়নি।তবে ইসরায়েলি বাহিনীর এমন দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকায় একটি আশ্রয়শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বোমা হামলার পর আগুনে ওই শিবিরের তাঁবুগুলো পুড়ে গেছে। নিহত হয়েছেন নারী, শিশুসহ অন্তত ৪০ জন।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র তাল আস-সুলতানের আশ্রয়শিবিরে এই হামলাকে ‘সীমা অতিক্রমকারী হত্যাযজ্ঞ’ বলে সমালোচনা করেছেন।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি নিয়ে  মিসরের রাজধানী কায়রোয় আলোচনা শুরু হতে পারে। যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট মিসরের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।এমন সময় আলোচনার এ উদ্যোগের কথা শোনা যাচ্ছে, যখন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অভিযান বন্ধ করতে গত শুক্রবার ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এর মধ্যেই রাফায় হামলার ঘটনা ঘটছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!