Sunday, January 19, 2025
বাড়িবিশ্ব সংবাদশপিংমলে হামলাকারীকে বাধা দেওয়া ব্যক্তিকে অস্ট্রেলিয়ার নাগরিকত্বে প্রস্তাব

শপিংমলে হামলাকারীকে বাধা দেওয়া ব্যক্তিকে অস্ট্রেলিয়ার নাগরিকত্বে প্রস্তাব

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৬ এপ্রিল: সিডনির বন্ডি শপিংমলে হামলাকারী বড় একটি ছুরি হাতে যখন স্কেলেটর বেয়ে উপরে উঠছিল তখন বোলার্ড উঁচিয়ে ধরে তার দিকে ধেয়ে যান সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি। প্রচণ্ড সাহসের সঙ্গে হামলাকারীকে বাধা দেওয়া দেমিয়েঁ গেহোতকে ‘নায়ক’ বলে বর্ণনা করা হয়েছে।বিবিসি জানায়, ফ্রান্সের নাগরিক গেহোতের অস্ট্রেলিয়ার ভিসার মেয়াদ একমাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা।গত শনিবার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনের একটি শপিংমলে জোয়েল কাউচি নামের এক ব্যক্তি ছুরিহাতে হামলা চালিয়ে ছয় জনকে হত্যা করে। তার হামলায় আরও ১২ জন আহত হন। পরে পুলিশের গুলিতে কাউচি নিহত হয়। সেদিন কাউচি মূলত নারীদের আক্রমণ করেছিলেন।সেদিন হামলার ছোট্ট একটি ভিডিও অনলাইনে বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, কাউচি ছুরি হাতে একটি স্কেলেটর বেয়ে উপরে উঠছেন। স্কেলেটরের উপরের দিকে থেকে একটি বোলার্ড উঁচিয়ে তার দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে যান গেহোত। হতচকিত কাউচি কয়েক পা পিছিয়ে আবার ওঠার চেষ্টা করলে গেহোত আবারও তাকে বোলার্ড উঁচিয়ে উপরে আসতে বাধা দেন।

তারপর থেকে ইন্টারনেটে ‘বোলার্ড ম্যান’ নামে পরিচিতি পেয়ে যান গেহোত। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস বলেছেন, তিনি নিজে দেখবেন যেনো গেহোতের ভিসার মেয়াদ বাড়াতে কোনো সমস্যা না হয়।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “আমি দোমিয়েঁ কে বলতে চাই…আপনি যত দিন খুশি আমাদের এখানে থাকতে পারেন।“তিনি এমন একজন যাকে অস্ট্রেলিয়ার নাগরিক হতে আমরা স্বাগত জানাতে চাই। যদিও এটা ফ্রান্সের জন্য ক্ষতি হবে। আমরা তার অসাধারণ সাহসীকতার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই।”পেশায় নির্মাণশ্রমিক গেহোত বলেন, তিনি এবং তার এক বন্ধু কোনো কিছু চিন্তা না করেই হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করেন।“আমরা তাকে আসতে দেখি…আমাদের মনে হয়েছিল আমাদের তাকে থামানো উচিত।”গেহোতের বাধার মুখে কাউচি স্কেলেটর দিয়ে দৌড়ে নিচে নেমে পালিয়ে যান।গেহোতে বলেন, “আমরা খুব সম্ভবত তার দিকে বোলার্ড ছুড়ে মারার চেষ্টা করেছিলাম। কিন্তু তার নাগাল পাইনি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য