Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদমেক্সিকোর নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩, নিখোঁজ ২

মেক্সিকোর নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩, নিখোঁজ ২

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ মার্চ: মেক্সিকোর নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিন সেনা নিহত হয়েছে, আরও দুইজন নিখোঁজ রয়েছে।বুধবার স্থানীয় সময় সকালের দিকে পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের লাজারো কার্দেনাস বন্দর থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, জানিয়েছে দেশটির নৌ-মন্ত্রণালয়।মেক্সিকোর নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে অবস্থানরত তাদের একটি যুদ্ধজাহাজের ফ্লাইট ডেক থেকে উড্ডয়নের ‘কয়েক মুহূর্ত পরই’ হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ নির্ধারণ করা যায়নি।নৌবাহিনী বলেছে, “হেলিকপ্টারটি নৌবাহিনীর আটজন সেনাকে বহন করে নিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা অবস্থা স্থিতিশীল রয়েছে।“তিনজন প্রাণ হারিয়েছে। দুইজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে।”রয়টার্স জানিয়েছে, লাজারো কার্দেনাস মেক্সিকোর প্রশান্ত মহাসাগর উপকূলের প্রধান বন্দর। মাদক পাচারের সঙ্গে সম্পর্কিত সহিংসতায় বন্দরটির কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য