Saturday, December 13, 2025
বাড়িবিশ্ব সংবাদহাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ১৪ ফেব্রুয়ারি: আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে । তার বয়স এখন ৯৮ বছর।মঙ্গলবার মাহাথিরের আদালতে একটি শুনানিতে উপস্থিতি থাকার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত না থাকায় তার অসুস্থতা নিয়ে খবর প্রকাশ পায়। পরে তার কার্যালয় থেকে তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।মাহাথির দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন এবং তার বাইপাস সার্জারি করা আছে।মাহাথির গত ২৬ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি আছেন বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী। ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে বর্ষীয়ান এই নেতার চিকিৎসা চলছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য দিতে রাজি হননি তার একজন সহযোগী।২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ২০১৮ সালে তিনি নিজ দলের বাইরে গিয়ে বিরোধীজোটের সঙ্গে মিলে নির্বাচন করেন এবং পুনরায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে তার সেই সরকার দুই বছরের মাথায় ভেঙে পড়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য