Sunday, May 25, 2025
বাড়িবিশ্ব সংবাদসলিড-ফুয়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

সলিড-ফুয়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ জানুয়ারি: উত্তর কোরিয়া নতুন সলিড-জ্বালানিচালিত একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ সোমবার জানায়, গতকাল রোববার মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।উত্তর কোরিয়ার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। কেসিএনএর খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার উদ্দেশ্য ছিল নতুন এই অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই করা। এই পরীক্ষা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো নিরাপত্তা হুমকি সৃষ্টি করেনি।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে এই পরীক্ষার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, উত্তর কোরিয়ার এই অস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। উত্তর কোরিয়ার প্রত্যক্ষ উসকানি কঠোর জবাবের মাধ্যমে মোকাবিলা করা হবে।২০২৪ সাল শুরুর পর গতকালই প্রথম কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।উত্তর কোরিয়ার এই পদক্ষেপ নিয়ে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের পরমাণুবিষয়ক দূতেরা নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন। তাঁরা বলেছেন, অঞ্চলটিতে অস্থিতিশীলতার মূল কারণ উত্তর কোরিয়ার উসকানি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!