Friday, November 22, 2024
বাড়িবিশ্ব সংবাদইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে তুরস্কে আটক ৩৩

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে তুরস্কে আটক ৩৩

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌  ৩ জানুয়ারি:  ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে তুরস্কে ৩৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে আরও ১৩ ব্যক্তিকে খোঁজা হচ্ছে।তুরস্কের আনাদোলু নিউজ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।আঙ্কারার পক্ষ থেকে আগেই সতর্ক করে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে তুরস্কের সীমানার ভেতরে ইসরায়েলকে কোনো অভিযান চালাতে দেওয়া হবে না।ইস্তাম্বুল ও আরও সাতটি প্রদেশে একযোগে চালানো পুলিশি অভিযানে ৩৩ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বলা হয়েছে, আটক ব্যক্তিরা তুরস্কে বসবাসকারী বিদেশি নাগরিকদের ‘অনুসরণ, হামলা ও অপহরণের’ পরিকল্পনা করেছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘আমরা কখনো আমাদের দেশের জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মতো কার্যক্রম পরিচালনা করতে দেব না।’তবে আটক ব্যক্তিদের পরিচয় কিংবা তাঁরা কাদের অপহরণ করতে চেয়েছিলেন, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আনাদোলু নিউজ।এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সতর্ক করে বলেছেন, তাঁর দেশের মাটিতে হামাস কর্মকর্তাদের ওপর হামলার হুমকি দিয়ে এগিয়ে গেলে ইসরায়েলকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য