Saturday, January 25, 2025
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ থেকে বহিষ্কৃত রিপাবলিকান জর্জ স্যান্টোস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ থেকে বহিষ্কৃত রিপাবলিকান জর্জ স্যান্টোস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ ডিসেম্বর: একধিক অপরাধের অভিযোগে অভিযুক্ত নিউ ইয়র্কের রিপাবলিকান আইনপ্রণেতা জর্জ স্যান্টোসকে ভোটাভুটির মাধ্যমে বহিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যরা। প্রতিনিধি পরিষদে ৩১১-১১৪ ভোটে তিনি বহিষ্কৃত হন। তাকে বহিষ্কার করতে প্রয়োজন ছিল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। জর্জ স্যান্টোসের বিরুদ্ধে দুর্নীতি এবং নির্বাচনী প্রচারের অর্থ অপব্যয় করার অভিযোগ আছে। এসব অভিয়োগের কারণে স্যান্টোসের সহ-আইনপ্রণেতারা তাকে কাজের অযোগ্য ঘোষণা করেন। এরপরই ভোটাভুটিতে তাকে সরানো হল।৩৫ বছর বয়সী স্যান্টোস ২০২২ সালের নভেম্বরের নির্বাচনের পর থেকেই বিতর্কের মুখে আছেন। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি এর আগে নভেম্বরের শুরুর দিকে দুইবার বহিষ্কার হওয়া থেকে বেঁচে যান তিনি। কিন্তু এবার আর শেষরক্ষা হল না। মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা এমনিতেই নেই। তার মধ্যে স্যান্টোস বহিষ্কৃত হওয়ায় রিপাবলিকানদের সংখ্যা আরও কমল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য