Tuesday, October 22, 2024
বাড়িবিশ্ব সংবাদরাশিয়ার মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

রাশিয়ার মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন অর্থ বিভাগের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় বেলারুশের সরকারকে অর্থায়ন করা আট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে।এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, বেলারুশের ক্ষমতাসীনেরা নাগরিক সমাজের ওপর ক্রমাগত দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। মিনস্ক রাশিয়ার সঙ্গে ইউক্রেনে অনৈতিক যুদ্ধে জড়িয়েছে। যেসব ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারকে এসব কাজে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।

কয়েক দশক ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো বরাবর অভিযোগ করে এসেছেন, পশ্চিমারা তাঁকে ক্ষমতাচ্যুত করতে উঠে-পড়ে লেগেছে। বিশেষত, সর্বশেষ নির্বাচনের পর লুকাশেঙ্কোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে পশ্চিমাদের ইন্ধন রয়েছে বলে মনে করেন লুকাশেঙ্কো। ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে অভিযোগ লুকাশেঙ্কো বিরোধীদের। আর লুকাশেঙ্কোর দাবি, নির্বাচন নিয়ম মেনে, সুষ্ঠুভাবে হয়েছে।নির্বাচনে জালিয়াতি ও বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমারা। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে রয়েছে মিনস্ক। এমনকি যুদ্ধের প্রয়োজনে রাশিয়াকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে লুকাশেঙ্কো সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য