Monday, July 21, 2025
বাড়িবিশ্ব সংবাদভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্প

ভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্প

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২ আগস্ট: যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত হলেন সেই নির্বাচনের পরাজিত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।বিবিসি জানিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, আলামত নষ্ট করা, একজন স্বাক্ষীর সঙ্গে কারসাজি ও জনগণের অধিকারের সঙ্গে প্রতারণা করার অভিযোগ।২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার প্রেক্ষাপটে যে তদন্ত শুরু হয়েছিল, অভিযোগে গঠনের মধ্য দিয়ে তা এখন ট্রাম্পের বিচারের উদ্যোগে গড়াল।৭৭ বছর বয়সী রিপাবলিকান ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো ধরনের অপরাধ করার কথা তিনি অস্বীকার করেছেন। সোশাল মিডিয়ায় তিনি এ মামলাকে ‘হাস্যকর’ বলেছেন।ইতোমধ্যেই আরো দুটি মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে রাষ্ট্রের গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার এবং অর্থ দিয়ে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার মামলায় অভিযুক্ত করা হয়েছিল তাকে।

এতে করে চার মাসের মধ্যে তিনটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন তিনি।নির্বাচন নিয়ে এ মামলার তদন্ত কেন্দ্রীভূত ছিল মূলত নির্বাচনে ট্রাম্পের হার এবং ক্যাপিটলে দাঙ্গা ঘিরে দুই মাসে সাবেক এই প্রেসিডেন্টের কর্মকাণ্ডের ওপর।২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে হার মেনে নিতে অস্বীকৃতি জানান তখনকার প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সেই প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালালে নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়।ট্রাম্পের বিরুদ্ধে এ মামলায় তদন্তের নেতৃত্ব দিয়েছেন বিচার বিভাগের নিয়োগ করা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। মঙ্গলবার তিনি বলেন, “২০২১ সালের ৬ জানুয়ারি আমাদের রাজধানীতে চালানো ওই হামলা ছিল আমেরিকার গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত আর সেই ঘটনাকে উসকে দেওয়া হয়েছিল মিথ্যাচারের মধ্য দিয়ে।”

৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ছাড়াও ৬ জন ‘ষড়যন্ত্রকারীকে’ অভিযুক্ত করা হয়েছে, যাদের নাম প্রকাশ করা হয়নি। তাদের মধ্যে চারজন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং আরেকজন রাজনৈতিক পরামর্শক।অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে অসাধু উপায়ে, প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।বিবিসি জানিয়েছে, এ মামলায় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হওয়ার কথা রয়েছে ডনাল্ড ট্রাম্পের।এখন ট্রাম্প পৃথক তিনটি মামলায় মোট ৭৮টি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। এসব অভিযোগ সত্ত্বেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বেছে নেওয়ার প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন তিনি। এই প্রতিদ্বন্দ্বিতায় যিনি জয়ী হবেন তিনিই ওই নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থীর মোকাবেলা করবেন। প্রেসিডেন্ট বাইডেনই ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাবেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির বলেছে, এই অভিযোগপত্র নির্বাচনে হস্তক্ষেপের শামিল।“এই অ-মার্কিনি ডাইনি শিকার ব্যর্থ হবে,” বিবৃতিতে করা মন্তব্যে বলেছে

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!