Monday, August 18, 2025
বাড়িবিশ্ব সংবাদকিম জং-উনের সঙ্গে রুশ প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ, দিলেন পুতিনের চিঠি

কিম জং-উনের সঙ্গে রুশ প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ, দিলেন পুতিনের চিঠি

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৭ জুলাই: উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।উত্তর কোরিয়ার ‘বিজয় দিবস’ উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে চলতি সপ্তাহে দেশটিতে যান রুশ প্রতিরক্ষামন্ত্রী। একই কারণে চীনের একটি প্রতিনিধিদলও উত্তর কোরিয়া সফর করছে।গত শতকের নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম রাশিয়ার কোনো প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ায় সফর করছেন।আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি চিঠি কিম-জং উনকে দিয়েছেন শোইগু।

রুশ প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধিদল উত্তর কোরিয়ায় পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন কিম-জং উন।কিম-জং উন বলেছেন, এই সফর উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যকার কৌশলগত ও ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও গভীর করেছে।উত্তর কোরিয়ার নেতা বারবার বলেছেন, তাঁর দৃঢ় বিশ্বাস যে রুশ সেনাবাহিনী ও জনগণ একটি শক্তিশালী দেশ গড়ার সংগ্রামে বড় সাফল্য অর্জন করবে।কিম জং-উনের উদ্ধৃতিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সান নাম বলেছেন, ন্যায়বিচারের জন্য রাশিয়ার যুদ্ধে পিয়ংইয়ংয়ের পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষার ইস্যুতেও মস্কোর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে উত্তর কোরিয়ার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!