Monday, February 17, 2025
বাড়িবিশ্ব সংবাদনাইজারের পদচ্যুত প্রেসিডেন্টের মুক্তি চাইলেন ব্লিঙ্কেন

নাইজারের পদচ্যুত প্রেসিডেন্টের মুক্তি চাইলেন ব্লিঙ্কেন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৭ জুলাই: আফ্রিকার দেশ নাইজারের ‘পদচ্যুত’ প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এখন নিউজিল্যান্ড সফরে রয়েছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি প্রেসিডেন্ট বাজোমের মুক্তি চান।ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, ‘আজ সকালেই আমি প্রেসিডেন্ট বাজোমের সঙ্গে ফোনে কথা বলেছি। তাঁকে স্পষ্টভাবে জানিয়েছি, নাইজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।’

এ সময় ব্লিঙ্কেন আরও বলেন, ‘আমরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চাই।’ গতকাল বুধবার মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী করা হয়। নাইজারের প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা তাঁকে বন্দী করেন। সেখানে মোহাম্মদ বাজোম কী অবস্থায় আছেন, তা জানা যায়নি।এরপর নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনারা জানান, প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পদচ্যুত করা হয়েছে।

টিভির পর্দায় কর্নেল-মেজর আমাদোউ আবদ্রামানে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান অব্যবস্থাপনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিবৃতিতে জানানো হয়, ক্ষমতার পালাবদলের টালমাটাল পরিস্থিতিতে নাইজারে সংবিধান স্থগিত করা হয়েছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। দেশের সব ‘সরকারি প্রতিষ্ঠানের’ কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।এদিকে পশ্চিম আফ্রিকার প্রধান আঞ্চলিক ও অর্থনৈতিক জোট ‘ইকোয়াস’ বলেছে, সামরিক অভ্যুত্থান চেষ্টার খবরে তারা উদ্বিগ্ন। এ ঘটনায় জড়িত ‘বিশ্বাসঘাতক’ সেনাদের অবিলম্বে এমন কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য