স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৮ জুলাই: পশ্চিম তীর ‘দখলকৃত নয়’ বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের কোনোধরনের হস্তক্ষেপ ছাড়া ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপন করতে পারার সক্ষমতা থাকা উচিত।গতকাল সোমবার ইসরায়েলকে সমর্থনকারী মার্কিন সংস্থা ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরায়েলে (সিইউএফআই) দেওয়া বক্তব্যে রন ডিস্যান্টিস এসব কথা বলেন। ইসরায়েলপন্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে তিনি যুক্তরাষ্ট্রের এই মিত্র দেশটিকে বর্জন করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রশ্নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন।
রন ডিস্যান্টিস বলেন, ‘জুডিয়া ও সামারিয়া দখল করা ভূমি নয়।’ এ সময় পশ্চিম তীর হিসেবে পরিচিত এ দুটি স্থানের কথা বাইবেলে আছে উল্লেখ করে তিনি বলেন, বিতর্কিত এ ভূমির ওপর ইসরায়েলের ‘সবচেয়ে জোরালো দাবি’ রয়েছে। ডিস্যান্টিস বলেন, ওই সব এলাকায় (জুডিয়া ও সামারিয়া) নিজেদের শক্তিশালী সম্প্রদায়ের সম্প্রসারণে তাদের সব ধরনের অধিকার আছে।এর আগেও ইসরায়েল নিয়ে একই ধরনের মনোভাবের কথা জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামার আগেও তিনি ইরসায়েলের প্রতি তার পক্ষপাতের কথা খোলাখুলিভাবে বলেছেন।গত নভেম্বর রন ডিস্যান্টিস বলেছিলেন, পশ্চিম তীর ‘অধিকৃত নয়, বরং বিতর্কিত’। ইহুদি রিপাবলিকানের সমর্থক মার্কিন রাজনৈতিক গোষ্ঠী রিপাবলিকান জুইশ কোয়ালিয়নের বার্ষিক সম্মেলনে তিনি ওই কথা বলেছিলেন। সে সময় রন ডিস্যান্টিস আরও বলেছিলেন, ‘মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় (এ বিষয়ে) যা-ই বলুক না কেন, আমি পরোয়া করি না।’