স্যন্দন ডিজিটেল ডেস্ক,৬ জুলাই: ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লাভিভ শহরে একটি আবাসিক ভবনে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিনজন নিহত হয়েছেন। লাভিভের মেয়র আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে মেয়র বলেন, তিনজন নিহত হয়েছেন।হামলায় ৬০টি অ্যাপার্টমেন্ট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।এর আগে এক পোস্টে মেয়র বলেছিলেন, হামলায় আটজন আহত হয়েছেন।এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার শোধ নেওয়া হবে বলে জানিয়েছেন।
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়া নিয়মিতই ক্ষেপণাস্ত্র, গোলা ও ড্রোন হামলা চালায়। তবে সম্মুখ সমরস্থল থেকে কয়েক শ কিলোমিটার দূরে লাভিভের অবস্থান। এলাকাটি যথেষ্ট শান্তিপূর্ণ।লাভিভের গভর্নর ম্যাকসিম কোজিৎস্কি টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে সরাসরি হামলা চালিয়েছে। এই হামলার পর ওই ভবনে আগুন লেগে যায়। সেখানে উদ্ধারকাজ চলছে।কোজিৎস্কির পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা গেছে, বহুতল একটি ভবনের সবচেয়ে ওপরের তলাটির কিছু অংশ বিধ্বস্ত হয়ে গেছে।