Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদচীনা গুপ্তচর বেলুন নিয়ে নতুন তথ্য জানাল পেন্টাগন

চীনা গুপ্তচর বেলুন নিয়ে নতুন তথ্য জানাল পেন্টাগন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০জুন: যুক্তরাষ্ট্রের আকাশসীমায় আটলান্টিক মহাসাগরে গত ফেব্রুয়ারিতে বিধ্বস্ত চীনের গুপ্তচর বেলুনটি কোনো গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। মার্কিন ফাইটার জেটের গুলিতে বেলুনটি বিধ্বস্ত হয়েছিল।পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, ‘আমরা তদন্ত করে দেখেছি, চীনের গুপ্তচর বেলুনটি যুক্তরাষ্ট্রে ঢোকার সময় বা যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়ে যাওয়ার সময় কোনো তথ্য সংগ্রহ করেনি।’ তিনি আরও বলেন, বেলুনটির গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা প্রতিরোধে যুক্তরাষ্ট্র কার্যকর পদক্ষেপ নিয়েছিল।চলতি বছরের জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর দিক পর্যন্ত যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত বিশাল আকৃতির বেলুনটিকে উড়তে দেখা যায়। চীনের এই বেলুনে তথ্য স্থানান্তরের ডিভাইস সংযুক্ত ছিল। বেলুনটি যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক স্থানের ওপর দিয়ে উড়ছিল। তখন বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে চীন এই বেলুন পাঠিয়েছে।

সাউথ ক্যারোলাইনার উপকূলে গত ৪ ফেব্রুয়ারি বেলুনটিকে মার্কিন ফাইটার জেট দিয়ে গুলি করে বিধ্বস্ত করা হয়। পরে মার্কিন সামরিক বাহিনী আটলান্টিক মহাসাগর থেকে এর ধ্বংসাবশেষ উদ্ধার করে। তখন থেকেই বেলুনটি নিয়ে তদন্ত চলছে।এই ঘটনায় বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সংকটের সৃষ্টি হয়। এ কারণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফেব্রুয়ারিতে চীনে পূর্বপরিকল্পিত সফর বাতিল করেছিলেন। এই সফরের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা।চীন অবশ্য শুরু থেকেই দাবি করেছিল, বেলুনটির উদ্দেশ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ ছিল না। এটি পথ ভুল করে মার্কিন আকাশসীমায় প্রবেশ করেছিল।সে সময় মার্কিন একজন কর্মকর্তা বলেছিলেন, বেলুনটিতে একাধিক অ্যানটেনা আছে। এর মধ্যে একটি ভূস্থানিক যোগাযোগ ও তথ্য সংগ্রহে সক্ষম। তিনি আরও বলেছিলেন, ‘বেলুনটিতে একাধিক গোয়েন্দা তথ্য সংগ্রহে সেন্সর পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনে অনেক বড় সৌরপ্যানেল সংযুক্ত ছিল।’এর আগে এ বিষয়ে নিবিড় তদন্তের প্রাথমিক ফলের বরাত দিয়ে গত বুধবার মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, চীনের নজরদারি বেলুনটি গুপ্তচরবৃত্তির জন্য মার্কিন প্রযুক্তি ব্যবহার করেছিল। এই প্রযুক্তি বেলুনটিকে অডিও-ভিজ্যুয়াল তথ্য সংগ্রহ করতে সাহায্য করেছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য