Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘স্বৈরশাসক’ সির সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা বাইডেনের

‘স্বৈরশাসক’ সির সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা বাইডেনের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জুন: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ‘স্বৈরশাসক’ অভিহিত করার পরও তাঁর সঙ্গে ভবিষ্যতে সাক্ষাতের আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট এ আশার কথা জানান।

এর আগের দিন বুধবার (২১ জুন) ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সিকে স্বৈরাচার হিসেবে সম্বোধন করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের কড়া সমালোচনা করে চীন। বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলে, বাইডেনের এই বক্তব্য ‘একেবারে অযৌক্তিক’।দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চলতি সপ্তাহে চীন সফর করেন। এই সফরে দুই দেশের সম্পর্কে বরফ গলবে—এমনটাই আশা হচ্ছে। তবে চীনের প্রেসিডেন্ট সিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যে তা অনেকটাই ফিকে হয়ে যায়।এ অবস্থায় গতকাল ওয়াশিংটন সফররত ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি আশা করি, নিকট ভবিষ্যতে প্রেসিডেন্ট সির সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য