Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদচীনে বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে নিহত ৩১

চীনে বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে নিহত ৩১

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ জুন: চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় নিংজিয়া অঞ্চলের একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন।বুধবার রাতে অঞ্চলটির রাজধানী ইনচুয়ানে শোচনীয় এই ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।বৃহস্পতিবার বার্তা সংস্থাটি জানায়, রেস্তোরাঁর একটি তরল পেট্রোলিয়াম গ্যাস ট্যাঙ্কের লিকেজ এ বিস্ফোরণের কারণ।আগুনে পুড়ে ও ভেঙে পড়া কাচের টুকরায় আহত অন্তত সাতজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, এ ঘটনার পর প্রেসিডেন্ট শি জিনপিং শিল্প কারখানা ও এ সংক্রান্ত খাতগুলোর নিরাপত্তা পরীক্ষা জোরদার করার নির্দেশ দিয়েছেন। কয়েক বছর ধরে নিরাপত্তা পরীক্ষা জোরদার করার উদ্যোগ নেওয়া হলেও চীনে প্রায়ই গ্যাস ও কেমিক্যালজনিত বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে ১৭৩ জনের মৃত্যু হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য