Friday, March 14, 2025
বাড়িবিশ্ব সংবাদইউক্রেন পুনর্গঠনে ৩০০ কোটি ডলারের সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেন পুনর্গঠনে ৩০০ কোটি ডলারের সহায়তা দেবে যুক্তরাজ্য

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ জুন: ইউক্রেনকে ৩০০ কোটি ডলারের বেশি সহায়তা দেবে যুক্তরাজ্য। আগামী তিন বছর যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনসহ অর্থনীতির চাকায় গতি ফেরাতে এ সহায়তা দেওয়া হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।    আজ বুধবার থেকে লন্ডনে শুরু হচ্ছে ইউক্রেনের পুনর্গঠনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৩। এর উদ্দেশ্য বেসরকারি খাতের বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার বিষয়টি জোরদার করা। এতে ৬১ দেশের এক হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। এই সম্মেলনের আগের দিন যুক্তরাজ্য ওই সহায়তা দেওয়ার ঘোষণা দিল।  প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে তিনি পৃথক ফ্রেমওয়ার্ক চালু করবেন, যাতে ইউক্রেনের ভবিষ্যতের চাহিদা মেটাতে তাঁরা পিছপা না হন।এর আগে গত মার্চে ইউক্রেনকে সামরিক সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি নিশ্চিত করেন যে চ্যালেঞ্জার টু যুদ্ধট্যাংকের পাশাপাশি ইউক্রেনে পাঠানোর জন্য সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ডিপ্লিটেড ইউরেনিয়ামও রয়েছে।গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর যুক্তরাজ্য ৩৪ কোটি ৭০ লাখ ডলারের সহায়তা দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!