স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ জুন: ইউক্রেইনের পূর্ব থেকে পশ্চিমের অনেকগুলো শহর ও রাজধানী লক্ষ্য করে রাশিয়া রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, এতে দেশটির অধিকাংশ অংশের বাসিন্দাদের রাতের কয়েক ঘণ্টা বিমান হামলার সতর্কধ্বনির (সাইরেন) মধ্যে কাটাতে হয়েছে।ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দাবি অনুযায়ী, রাশিয়ার ছোড়া ৩০টি শাহেদ ড্রোনের (ইরান-নির্মিত) ২৮টিই ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।কিইভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, রাজধানী কিইভের আশপাশের আকাশসীমায় শত্রুদের ২০টির মতো ‘টার্গেট’কে শনাক্ত ও ধ্বংস করতে পেরেছে আমাদের বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা। “আকাশপথে রাজধানীতে আরেকটি ব্যাপক হামলা হয়েছে,” বলেছেন তিনি।নেটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে, প্রায় ৭ লাখ বাসিন্দার শহর লিভভের সামরিক প্রশাসন জানিয়েছে, রাশিয়া শহরটির একটি ‘সংবেদনশীল স্থাপনায়’ আঘাত হেনেছে আর তাতে আগুন ধরে গেছে।তবে প্রাথমিক খবর অনুযায়ী হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।দক্ষিণপূর্ব ইউক্রেইনের জাপোরিজিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো টেলিগ্রামে বলেছেন, রাশিয়া অঞ্চলটির টেলিযোগাযোগ খাতসহ বেসামরিক বেশকিছু স্থাপনায় আঘাত হানলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ইউক্রেইনের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী রাশিয়া জাপোরিজিয়ায় ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।রয়টার্স তাদের এসব দাবি যাচাই করে দেখতে পারেনি। রাশিয়ার দিক থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেইনে রাতভর ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা রাশিয়ার
সম্পরকিত প্রবন্ধ