স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ জুন: কানাডার ম্যানিটোবা প্রদেশে যাত্রীবাহী ছোট একটি বাসের সঙ্গে ট্রেইলার ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার প্রদেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কারবেরি শহরের কাছে দুটি মহাসড়কের মিলনস্থলে দুর্ঘটনাটি ঘটে, বাসটি প্রধানত বৃদ্ধ মানুষদের একটি দলকে বহন করছিল বলে পুলিশ জানিয়েছে।কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।এক ক্যাসিনোর মুখপাত্রকে উদ্ধৃত করে সিবিসি নিউজ জানায়, বাসটির যাত্রীরা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন।
এক সংবাদ সম্মেলনে ম্যানিটোবা রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমান্ডার সহকারী কমিশনার রব হিল বলেন, “এই সংঘর্ষের ফলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এটি নিশ্চিত হয়েছি আমরা।”বাসটিতে প্রায় ২৫ জনের মতো যাত্রী ছিলেন, তাদের অধিকাংশই বৃদ্ধ বলে জানান তিনি।এ ঘটনায় আহত আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। উভয় গাড়ির চালকই বেঁচে আছেন বলে পুলিশ জানিয়েছে; তবে দুর্ঘটনার জন্য সম্ভাব্য দায়ী কে তা জানাননি তারা।এক টুইটে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।এর আগে ২০১৮ সালের এপ্রিলে ম্যানিটোবার প্রতিবেশী প্রদেশ সাসকাচোয়ানের একটি গ্রামীণ সড়কে বাস-ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছিল। বাসটিতে একটি জুনিয়র হকি দলের সদস্যরা ছিলেন। এ ঘটনায় ২০১৯ সালে ওই ট্রাক চালককে আট বছরের কারাদণ্ড দেয় আদালত।আর কানাডার ইতিহাসে সবচেয়ে শোচনীয় সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল ১৯৯৭ সালে। কিবেক প্রদেশে প্রবীণদের বহনকারী একটি বাস এক উপত্যকার খাদে পড়ে নিমজ্জিত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছিল।