Friday, January 17, 2025
বাড়িবিশ্ব সংবাদনিউইয়র্কে গুলি, ছুরিকাঘাত, গাড়ির ধাক্কায় ১৩ জন আহত

নিউইয়র্কে গুলি, ছুরিকাঘাত, গাড়ির ধাক্কায় ১৩ জন আহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জুন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিরাকিউস শহরে শত শত মানুষের জমায়েতস্থলে সংঘর্ষে ছড়িয়ে পড়লে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। তাঁদের কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কাউকে ছুরিকাঘাত করা হয়েছে আবার কেউ গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। সিরাকিউস পুলিশ বলেছে, গত শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।সিরাকিউস পুলিশের লেফটেন্যান্ট ম্যাথিউ মালিনৌস্কি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, চার ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, পাঁচজনকে ছুরিকাঘাত করা হয়েছে আর চারজন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সবাই প্রাণে বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।

মালিনৌস্কি জানান, দিবাগত রাত ১২টা ২২ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ডাভিস স্ট্রিট ও মাসিনা স্ট্রিটের সংযোগস্থলের কাছে কয়েক শ মানুষ জড়ো হয়েছিল।পুলিশ কর্মকর্তারা ভিড়ের মধ্যে ঢুকে কয়েকজনকে আহত অবস্থায় দেখতে পান। তাঁদের কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কাউকে ছুরিকাঘাত করা হয়েছে। আবার গুলির শব্দ শুনে সেখানে থাকা গাড়িগুলো সরে যাওয়ার সময় ধাক্কা লেগেও কয়েকজন আহত হয়েছেন।এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।তবে মালিনৌস্কি বলেছেন, এ ঘটনায় অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্ত চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য