স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ জুন: মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় ভারত থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটকে রাশিয়ার দূর প্রাচ্যের মাগাদান বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।মঙ্গলবার এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে সিএনএন।এআই ১৭৩ ফ্লাইটটিতে ২১৬ যাত্রী ও ১৬ ক্রু ছিল। বুধবার অন্য একটি ফ্লাইটে তাদেরকে সান ফ্রান্সিসকো নিয়ে যাওয়া হবে, বলেছে এয়ার ইন্ডিয়া।“এআই১৭৩ এর সব যাত্রী ও ক্রু, যারা মাগাদানের স্থানীয় হোটেলগুলোতে আছেন, ৭ জুন তাদেরকে অন্য একটি বিমানে করে সান ফ্রান্সিসকো নিয়ে যেতে বিকল্প একটি উড়োজাহাজ পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া। যাত্রীরা যেন নিরাপদে, যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন তা নিশ্চিতে আমাদের্ উদ্যোগে বিভিন্ন কর্তৃপক্ষও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে,” বিবৃতিতে বলেছেন এয়ারলাইন্সটির মুখপাত্র।রাশিয়া একাধিক পশ্চিমা দেশের বিমানের জন্য তার আকাশসীমা নিষিদ্ধ করলেও, এয়ার ইন্ডিয়ার মতো কিছু ক্যারিয়ারকে রাশিয়ার ওপর দিয়ে চলাচলে অনুমতি দিয়ে রেখেছে।রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েশন মঙ্গলবার জানায়, তারা মাগাদান বিমানবন্দরে রিজার্ভ বিমান পাঠাতে এয়ার ইন্ডিয়াকে অনুমতি দিয়েছে।মাগাদান রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১০ হাজার কিলোমিটার দূরে।যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।
“যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটকে যে রাশিয়ায় জরুরি অবতরণ করতে হয়েছে, সে খবর পেয়েছি আমরা। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি,” বলেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র ভেদান্ত প্যাটেল।রাশিয়ায় নামা বিমানটিতে মার্কিন নাগরিকের সংখ্যা কত তা বলতে পারেননি তিনি।“তবে সেখানে মার্কিন নাগরিকরা আছে বলেই মনে হচ্ছে,” বলেছেন ভেদান্ত।ইউক্রেইন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের একাধিক নিষেধাজ্ঞা আছে। মাগাদান থেকে মার্কিন নাগরিকদের সান ফ্রান্সিসকো নিয়ে আসার ক্ষেত্রে সেসব নিষেধাজ্ঞার কোনোটিতে ছাড় দিতে হবে কিনা, সে বিষয়েও কিছু বলতে পারেননি তিনি।রাশিয়ায় আটকা পড়া যাত্রীদের সান ফ্রান্সিসকো নিয়ে যেতে এয়ার ইন্ডিয়ার নতুন ফ্লাইটটি মুম্বাই থেকে বুধবার স্থানীয় সময় ১টায় উড়াল দেবে বলে জানিয়েছে এনডিটিভি।“এয়ার ইন্ডিয়া আমাদের জানিয়েছে, তারা আটকা পড়া ওই যাত্রীদের দায়িত্ব নিচ্ছে। মাগাদানের স্থানীয় সরকার যাত্রীদের থাকার জায়গার ব্যাপারে সহায়তা করছে। যাত্রীদেরকে বিমানবন্দরের কাছাকাছি একটি স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে,” বলেছে ভারতের বিমান চলাচল মন্ত্রণালয়।