Saturday, January 25, 2025
বাড়িবিশ্ব সংবাদআবার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আবার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২ জুন: আবার বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে তিনি ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলএমভিএইচের প্রধান বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন।সূচকে উল্লেখ করা হয়েছে, টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ১৯ হাজার ২০০ কোটি ডলার। গত জানুয়ারির পর থেকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মূল্যবৃদ্ধির জেরে তাঁর সম্পদ বেড়েছে ৫ হাজার ৫৩০ কোটি ডলার।অন্যদিকে গত জানুয়ারির পর ২ হাজার ৪৫০ কোটি ডলার সম্পদ হারিয়েছেন বার্নার্ড আর্নল্ট। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৭০০ কোটি ডলার।ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্ক ও বার্নার্ড আর্নল্টের পরে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন যথাক্রমে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার। আর বিল গেটসের ১২ হাজার ৬০০ কোটি ডলার।ইলন মাস্কের বর্তমান বয়স ৫১ বছর। অন্যদিকে বার্নার্ড আর্নল্টের বয়স ৭৪ বছর। এর আগে গত বছরের ডিসেম্বরে ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন আর্নল্ট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য