Thursday, January 23, 2025
বাড়িবিশ্ব সংবাদকোয়াডে এখন নতুন সদস্য নেওয়ার পরিকল্পনা নেই: যুক্তরাষ্ট্র

কোয়াডে এখন নতুন সদস্য নেওয়ার পরিকল্পনা নেই: যুক্তরাষ্ট্র

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২ মে: যুক্তরাষ্ট্র বলেছে, এখন কোয়াড জোটে নতুন সদস্য যুক্ত করার কোনো পরিকল্পনা নেই। আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় কোয়াড জোটের নেতাদের শীর্ষ সম্মেলনের আগে গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়।যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত—এই চার দেশের জোট কোয়াড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৪ জুন জোটের শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। অস্ট্রেলিয়ায় সিডনিতে এ সম্মেলন হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে গতকাল তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, কোয়াড দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়। কোয়াড এখনো তুলনামূলকভাবে একটি নতুন অংশীদারত্ব। এ সময়ে কোয়াডে নতুন সদস্য নেওয়ার কোনো পরিকল্পনা নেই।কারিন জ্যঁ-পিয়েরে বলেন, কোয়াডের সদস্যরা আপাতত জোটের শক্তি-সামর্থ্যের দিকগুলো সুদৃঢ় করার ব্যাপারে মনোযোগী হতে সম্মত হয়েছে।তবে কোয়াড জোট ইন্দো-প্যাসিফিক অংশীদারদের সঙ্গে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগকে স্বাগত জানায় বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি।২৪ মে অনুষ্ঠেয় কোয়াডের সিডনি শীর্ষ সম্মেলনে জলবায়ু, বৈশ্বিক স্বাস্থ্য, অবকাঠামোসহ অনেক বিষয় গুরুত্ব পাবে বলে জানান কারিন জ্যঁ-পিয়েরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য