Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদসিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের জ্যেষ্ঠ নেতা নিহত

সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের জ্যেষ্ঠ নেতা নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,১৮ এপ্রিল: মধ্যপ্রাচ্য ও ইউরোপে হামলার পরিকল্পনা করার অভিযোগ থাকা ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ নেতাকে সিরিয়ায় অভিযান চালিয়ে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক হেলিকপ্টার অভিযানে আব্দ আল হাদি মাহমুদ আল হাজি আলি নিহত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন।বিদেশে কর্মকর্তাদের অপহরণের ষড়যন্ত্র করছে আইএস, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজি আলিকে লক্ষ্যস্থল করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।এর আগে দেওয়া বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেন, “শক্তি হারালেও আইএসআইএস (ইসলামিক স্টেট) এখনও ওই অঞ্চলে অভিযান চালানোর সামর্থ্য রাখে আর তারা মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত হানার আকাঙ্ক্ষা পোষণ করে।” এই অভিযানে আরও দু’জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন কিন্তু কোনো বেসামরিক আঘাত পাননি বলে পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে। দুই সপ্তাহ আগে মার্কিন বাহিনী সিরিয়ার একই অঞ্চলে অভিযান চালিয়ে আইএসের আরেক জ্যেষ্ঠ নেতা খালিদ আয়াদ আহমেদ আল জাবুরিকে হত্যা করেছিল। জাবুরি ইউরোপ ও তুরস্কে হামলা পরিকল্পনার জন্য দায়ী বলে জানিয়েছিল সেন্টকম।২০১৪ সালে তাদের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আইএস ইরাক ও সিরিয়া এক তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। পরে তারা পরাজিত হলেও গোষ্ঠীটির জঙ্গিরা বিচ্ছিন্ন বিদ্রোহী হামলা চালানো অব্যাহত রেখেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য