Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদফ্রান্সে ভবনের ধ্বংসস্তূপে আটজন আটকা থাকার আশঙ্কা

ফ্রান্সে ভবনের ধ্বংসস্তূপে আটজন আটকা থাকার আশঙ্কা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ এপ্রিল: ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মারসেইলি শহরে বিস্ফোরণে দুটি ভবন ধসে গেছে। ধারণা করা হচ্ছে, ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছে আটজন। স্থানীয় কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।মারসেইলির কৌঁসুলি ডমিনিক লরেন্স বলেছেন, বিস্ফোরণের কারণ জানা যায়নি।ডমিনিক লরেন্স সংবাদ সম্মেলনে বলেছেন, ভবনটি ধসে যাওয়ার পর আগুন লেগে যায়। এতে উদ্ধারকাজ ও তদন্ত কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ভবনের নিচে আটকা মানুষদের খুঁজতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে।রোল্যান্ড হিসেবে নিজের পরিচয় দেওয়া এক ব্যক্তি লা প্রোভেন্স পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের কিছুই নেই। এমনকি আমাদের পরিচয়পত্রও হারিয়ে গেছে। আমাদের সব হারিয়েছে।’ ভবনের ধ্বংসস্তূপ থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন ওই ব্যক্তি।  

দুটি ভবন ধসে পড়ার পর আরেকটি ভবনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁদের কারও গুরুতর আঘাত ছিল না।স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকার ৩০টি ভবন থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান  তিনি।২০১৮ সালে দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে তিনটি ভবনকে বাসস্থানের অনুপযোগী হিসেবে চিহ্নিত করা হয়। এসব ভবন ধসে সে সময় আটজন নিহত হন।কৌঁসুলি বলেছেন, গতকাল রোববার যে ভবনগুলো ধসে পড়েছে, সেগুলোয় কাঠামোগত কোনো জটিলতা ছিল না।ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ মারসেইলির ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন বলে টুইটে জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য