Friday, April 19, 2024
বাড়িবিশ্ব সংবাদহারিয়ে যাওয়া ১০ ড্রাম ইউরেনিয়াম পড়ে ছিল মরুভূমিতে

হারিয়ে যাওয়া ১০ ড্রাম ইউরেনিয়াম পড়ে ছিল মরুভূমিতে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৭ মার্চ: লিবিয়ার মরুভূমিতে ১০ ড্রাম প্রাকৃতিক ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। এক বিবৃতিতে লিবিয়ান ন্যাশনাল আর্মি জানিয়েছে, এগুলোই দক্ষিণ লিবিয়ার মজুতাগার থেকে হারিয়ে যাওয়া ইউরেনিয়াম।বিবিসির বরাতে আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়া ও চাদের সীমান্তসংলগ্ন এলাকায় মরুভূমিতে প্রাকৃতিক ইউরেনিয়াম ভরা ১০টি ড্রাম পাওয়া গেছে। লিবিয়ার দক্ষিণাঞ্চলে যেখানে এসব ইউরেনিয়াম মজুত থাকার কথা ছিল, জায়গাটি সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে।এর আগে গত মঙ্গলবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, লিবিয়া সরকারের নিয়ন্ত্রণে না থাকা ওই মজুতাগার থেকে প্রায় আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম গায়েব হয়ে গেছে। সংস্থার পরিদর্শকেরা সেখানে গিয়ে প্রাকৃতিক ইউরেনিয়াম ভর্তি ১০টি ড্রাম নির্ধারিত স্থানে পাননি। এসব ইউরেনিয়াম কোথায় রয়েছে, সেটাও জানাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।এই ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। এর পরপরই ১০ ড্রাম ভর্তি ইউরেনিয়াম খুঁজে পাওয়ার কথা জানানো হলো। খলিফা হাফতারের নিয়ন্ত্রণাধীন সামরিক গোষ্ঠীটির যোগাযোগ শাখার কমান্ডার জেনারেল খালেদ আল-মাহজৌব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইউরেনিয়াম উদ্ধারের এ ঘটনা আইএইএকে জানানো হয়েছে।অন্যদিকে আইএইএ জানিয়েছে, লিবিয়ার মরুভূমি থেকে ১০ ড্রাম ইউরেনিয়াম উদ্ধারের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সংস্থাটির পক্ষ থেকে সক্রিয়ভাবে যাচাই করে দেখা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য