Wednesday, March 19, 2025
বাড়িবিশ্ব সংবাদকৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া

কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৬ মার্চ: কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া। গতকাল বুধবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এ কথা জানান।
এর আগে গত মঙ্গলবার রাশিয়ার সুখোই-২৭ যুদ্ধবিমানের বেপরোয়া তৎপরতায় কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোনটি ভেঙে পড়ে। জানা গেছে, মার্কিন ড্রোনটি ওই এলাকায় নজরদারি করছিল।যুক্তরাষ্ট্রের অভিযোগ, আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত অভিযানে অংশ নিতে গেলে রুশ যুদ্ধবিমানের প্রপেলারের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ড্রোনটি। পরে তারা সেটি ভূপাতিত করতে বাধ্য হয়। রাশিয়ার এ পদক্ষেপ ‘অনিরাপদ ও অপেশাদার’। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলাই পাত্রুশেভ বলেন, ‘আমি জানি না, আমরা শেষ পর্যন্ত এ কাজে সফল হব কি না। তবে আমরা কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন ড্রোনটির ধ্বংসাবশেষ খুঁজব।’

এ সময় নিকোলাই পাত্রুশেভ অভিযোগ জানিয়ে বলেন, কৃষ্ণসাগরে মার্কিন নজরদারি ড্রোনের উপস্থিতি এটাই প্রমাণ করে যে চলমান যুদ্ধে (ইউক্রেন যুদ্ধ) যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত রয়েছে।অন্যদিকে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) সমন্বয়ক জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেঙে পড়া ড্রোনটি খোঁজা হচ্ছে। যদি রাশিয়াও একই কাজ করে, তাহলে উপযুক্ত প্রক্রিয়ায় তাদের সেই সক্ষমতা কমিয়ে আনা হবে।উত্তাল সাগরের ৪ থেকে ৫ হাজার ফুট গভীরে ড্রোনের ধ্বংসাবশেষ খোঁজার প্রক্রিয়াকে ‘অত্যন্ত চ্যালেঞ্জিং’ বলে মন্তব্য করেছেন মার্কিন সামরিক বাহিনীর জেনারেল মার্কিন মিলে।ড্রোন ভেঙে পড়ার এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ফোনালাপের পর এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া উপকূলে মার্কিন নজরদারি ড্রোন উড়ানোকে ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য