Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদসম্মুখসারির যোদ্ধাদের প্রতি জেলেনস্কির শ্রদ্ধা

সম্মুখসারির যোদ্ধাদের প্রতি জেলেনস্কির শ্রদ্ধা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৬ মার্চ: ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস শহরে সম্মুখসারিতে যাঁরা যুদ্ধ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তাঁরা ‘বেদনাদায়ক ও কঠিন’ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, কুপিয়ানস্ক, লিম্যান, বাখমুত ও আভদিভকা শহরে গতকাল রোববার এক দিনে ১৩০টির বেশি হামলা চালিয়েছে শত্রুরা। এরপরই জেলেনস্কি এ কথা বলেছেন।রোববার সকালে জেলেনস্কি বলেন, বাখমুত দখলের জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালাচ্ছে মস্কো।ইউক্রেন বাখমুত রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘর্ষে বাখমুত ধ্বংস হয়ে গেছে। তবে বাখমুতের কৌশলগত মূল্যায়ন খুব বেশি নয়। লড়াই তীব্র ও দীর্ঘস্থায়ী হওয়ার কারণে বাখমুত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।জেলেনস্কি জাতির উদ্দেশে দেওয়া তাঁর দিনের ভাষণে বলেন, ‘দনবাসে যাঁরা যুদ্ধ করছেন, তাঁদের সাহস, শক্তি ও দৃঢ়তার জন্য আমি বিশেষ শ্রদ্ধা জানাতে চাই। এটি কঠিন যুদ্ধগুলোর মধ্যে একটি। বেদনাদায়ক।’

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের সেনারা হামলা প্রতিহত করেছেন, দখলদারদের ধ্বংস করেছে। শত্রুদের অবস্থান চিহ্নিত করে হামলা করেছেন। রসদ নষ্ট করেছেন।গত শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সতর্ক করে বলেছে, বাখমুতে ইউক্রেনীয়দের সরবরাহ যাওয়ার পথ সংকুচিত হচ্ছে। আইএসডিব্লিউ ওই বিবৃতিতে আরও বলেছে, রুশ বাহিনী সম্ভবত বাখমুতে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলতে চেয়েছিল। তবে ইউক্রেনীয় সেনারা তাদের বোঝাতে পেরেছে যে এটা ঝুঁকিপূর্ণ হবে।রাশিয়ার ব্যক্তিমালিকানাধীন সেনাবাহিনী ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বাখমুতের লড়াইয়ের কেন্দ্রে রয়েছে।গত শুক্রবার প্রিগোঝিন বলেন, তাঁদের সেনারা বাখমুতকে চারপাশ থেকে ঘিরে ফেলেছেন। ইউক্রেনের নিয়ন্ত্রণে বাখমুতের সঙ্গে সংযোগকারী একটিমাত্র রাস্তা খোলা রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য