স্যন্দন ডিজিটেল ডেস্ক,৮ ফেব্রুয়ারি: ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা নিউ জিল্যান্ডের এক বিমানচালককে জিম্মি করে তাকে হত্যার হুমকি দিয়েছে।বিবিসি জানায়, পাহাড়ি জেলা এনদুগায় অবতরণের পর ফিলিপ মার্থেনসের বিমানে আগুন ধরে যায়; এরপর ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির সশস্ত্র যোদ্ধারা তাকে ধরে নিয়ে যান।ফিলিপের বিমানটিতে এক শিশুসহ ৫ যাত্রী ছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।বিচ্ছিন্নতাবাদীরা ইন্দোনেশিয়ার কাছে ওয়েস্ট পাপুয়ার স্বাধীনতার স্বীকৃতি চাইছে।পুলিশ বলেছে, তারা জিম্মিকাণ্ডের তদন্ত করছে; কিন্তু আকাশপথে ছাড়া ওই এলাকায় যাওয়া যায় না, যে কারণে কাজটা বেশ কঠিন।
ইন্দোনেশিয়ার দৃষ্টিতে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি ‘সন্ত্রাসী গোষ্ঠী’।বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীটির মুখপাত্র সেবি সামবম বলেছেন, ইন্দোনেশিয়া ‘অনড়’ থাকলে এবং ওয়েস্ট পাপুয়ার স্বাধীনতা নিয়ে আলোচনা যদি ব্যর্থ হয়, তাহলে বিমানচালককে মেরে ফেলা হবে।এদিকে নিউ জিল্যান্ডের সরকার জানিয়েছে, তারা ঘটনাটি শুনেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত নিউ জিল্যান্ডের কনস্যুলেট বিমানচালকের পরিবারকে সহযোগিতাও করছে।ফিলিপ যে বিমানটি চালিয়েছিলেন, সুসি এয়ারের সেই বিমানটি তিমিকা শহর থেকে পার্শ্ববর্তী জেলায় পণ্যসামগ্রী নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থা।পাপুয়া অঞ্চলটি একসময় ডাচদের উপনিবেশ ছিল; এটি দুটি প্রদেশে বিভক্ত পাপুয়া ও ওয়েস্ট পাপুয়া।জাতিসংঘের তত্ত্বাবধানে হওয়া বিতর্কিত এক ভোটের মাধ্যমে ১৯৬৯ সালে অঞ্চলটি ইন্দোনেশিয়ায় যুক্ত হয়; এরপর থেকেই ইন্দোনেশীয় সামরিক বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলে আসছে।পাপুয়া আর পাপুয়া নিউ গিনি আলাদা। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়া পাপুয়া নিউ গিনিকে স্বাধীনতা দেয়।