স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৮জানুয়ারি: ইউক্রেনকে ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, ‘ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে।’ খবর রয়টার্সের।উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন। কেসিএনএকে দেওয়া ওই বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উত্তর কোরিয়াও তেমনি অবস্থানে থাকবে।যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইউক্রেনে ৩১টি ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। জার্মানিও ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে।বিবৃতিতে কিম ইয়ো জং আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক অস্ত্রসহায়তা দেওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’ সার্বভৌম রাষ্ট্রের প্রতি অপবাদ দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নেই, বলেন তিনি।পরমাণু অস্ত্রের অধিকারী উত্তর কোরিয়া গত বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএমএস) রয়েছে।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে পারে।
ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে, বললেন কিমের বোন
সম্পরকিত প্রবন্ধ