Friday, March 29, 2024
বাড়িবিশ্ব সংবাদইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প

স্যন্দন ডিজিটেল ডেস্ক , ১৬জানুয়ারি:

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে আজ সোমবার ভোরে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আচেহ প্রদেশের সিংকিল শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপূর্ব দিকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৬ বলে উল্লেখ করলেও ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিষয়ক সংস্থা (বিএমকেজি) বলছে, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ২ ছিল। আর ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্পবিষয়ক কেন্দ্র (ইএমএসসি) বলছে, ভূমিকম্পটি সুমাত্রার মেদান শহরেও অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল থেকে এর অবস্থান প্রায় ১২০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে।প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয় এবং অগ্ন্যুৎপাত হতে দেখা যায়।গত বছরের ২১ নভেম্বর ওয়েস্ট জাভা প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০২ জনের মৃত্যু হয়েছিল। ভূমিকম্পের সময় ভবনধস ও ভূমিধসের ঘটনায় বেশির ভাগ মৃত্যু হয়েছিল।২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের পর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এটি ছিল সুমাত্রা দ্বীপে অনুভূত সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ১।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য