Wednesday, February 8, 2023
বাড়িখেলামেসিকে ছাড়া ২১ শতকে বার্সার প্রথম আর এল ক্লাসিকোর রেকর্ড বইয়ে বুসকেতস

মেসিকে ছাড়া ২১ শতকে বার্সার প্রথম আর এল ক্লাসিকোর রেকর্ড বইয়ে বুসকেতস

স্যন্দন ডিজিটেল ডেস্ক , ১৬জানুয়ারি:

পিএসজির জার্সিতে এরই মধ্যে দুটি শিরোপা জিতে ফেলেছেন লিওনেল মেসি। কিন্তু মেসিবিহীন বার্সেলোনা গত দেড় বছরে জিততে পারেনি কিছুই। অবশেষে রোববার রাতে রিয়াদে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে কাতালান ক্লাবটি, যা মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার প্রথম ট্রফি।তবে রিয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়ে পাওয়া শিরোপাটি শুধু গত দেড় বছরেরই নয়, মেসিকে ছাড়া ২১ শতকেরই বার্সার প্রথম শিরোপা। বার্সেলোনার বয়সভিত্তিক দলের সিঁড়ি বেয়ে মেসি প্রথমবার মূল দলে খেলেন ২০০৪-০৫ মৌসুমে। সে বছরই লা লিগা জেতে বার্সা। এর আগে কাতালান ক্লাবটি সর্বশেষ শিরোপা ছিল ১৯৯৮-৯৯ মৌসুমের লা লিগায়। অর্থাৎ, মেসি মূল দলে খেলার আগে ও পরে মিলিয়ে সাড়ে সাত বছর কোনো শিরোপা জিততে পারেনি বার্সেলোনা। মাঝের ১৭ মৌসুমে মেসি ও বার্সেলোনার ট্রফি ৩৫টি, যার মধ্যে লা লিগা ১০টি, চ্যাম্পিয়নস লিগ ৪টি আর স্প্যানিশ সুপার কাপ ৭টি।২১ শতকে মেসিবিহীন প্রথম শিরোপায় আরও বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করেছে বার্সেলোনা। সুপার কাপে এটি বার্সার ১৪তম শিরোপা। স্প্যানিশ ফুটবলে এটিই সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের শিরোপা ১২টি।

দলের সঙ্গে সাফল্যে পেয়েছেন কোচ জাভি হার্নান্দেজও। দায়িত্ব নেওয়ার ৪২১তম দিনে এসে প্রথম ট্রফির দেখা পেলেন জাভি। এর আগে অবশ্য খেলোয়াড় হিসেবে ৬ বার ট্রফিটি হাতে তুলেছেন।জাভির সতীর্থ হিসেবে চারবার স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন সের্হিও বুসকেতসও। পরে জাভিকে ছাড়া জিতেছেন দুবার, এবার জাভির অধীন একবার। সব মিলিয়ে ৭ বার সুপার কাপ হাতে তুললেন ৩৪ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার।
এটি ছিল তাঁর ৪৫তম এল ক্লাসিকো। রিয়াল-বার্সার ৪৫টি লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ এর আগে হয়েছিল মেসি আর সের্হিও রামোসেরও। এ তিনজনের বেশি এল ক্লাসিকো খেলার রেকর্ড আর কারও নেই। মেসি, রামোস, দুজনই এখন ফ্রেঞ্চ লিগে খেলেন। পরবর্তী এল ক্লাসিকোয় মাঠে নামলেই রেকর্ডটা এককভাবে নিজের করে নেবেন বুসকেতস।প্রথম শিরোপার দিনে কোচ জাভি আরেকটি রেকর্ডে নাম যুক্ত করেছেন। এই ম্যাচের ৩ গোল মিলিয়ে সর্বশেষ চার এল ক্লাসিকোয় রিয়ালের জালে মোট ১০ গোল দিয়েছে বার্সা। এল ক্লাসিকোর গত ৪০ বছরের ইতিহাসে কোনো কোচের প্রথম চার ম্যাচে কমপক্ষে ১০ গোলের এটি দ্বিতীয় ঘটনা। প্রথমটি ২০১০ সালে পেপ গার্দিওলার (১১টি)।জাভির দলের তরুণ মিডফিল্ডার পাবলো গাভিও একটি রেকর্ডে ‘দ্বিতীয়’ হয়েছেন। ২০২০ সালের অক্টোবরে ১৭ বছর ৩৫৯ দিনে এল ক্লাসিকোতে গোল করেছিলেন আনসু ফাতি। এরপর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৮ বছর ১৬৩ দিনে গোল করলেন গাভি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য