Saturday, January 25, 2025
বাড়িবিশ্ব সংবাদটুইটারে আবার ফিরছে রাজনৈতিক বিজ্ঞাপন

টুইটারে আবার ফিরছে রাজনৈতিক বিজ্ঞাপন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জানুয়ারি: সামাজিক যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম টুইটার কেনার পর থেকে একের পর এক নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক।টুইটারের আয় বাড়াতে নিয়েছেন ব্লু টিকে সাবস্ক্রিপশন সুবিধা যোগ করার সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় এবার রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার সুবিধা চালু করল টুইটার।টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার সুবিধা বন্ধ করা হয় ২০১৯ সালের নভেম্বর মাসে। টুইটারের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডোরসি সে সময় বলেছিলেন, রাজনৈতিক বিজ্ঞাপনগুলো ভোটারদের প্রভাবিত করে।গতকাল বুধবার ‘টুইটার সেফটি’ থেকে এক টুইট বার্তায় বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, বিভিন্ন কারণভিত্তিক বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সাধারণ মানুষকে আলোচনার সুযোগ করে দেয়। আমরা আগামী দিনে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো দেওয়ার পরিকল্পনা করছি।’

২০২২ সালের অক্টোবরে মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। টুইটার কেনার খরচ মেটাতে তাঁকে অনেক কিছু বিক্রি করতে হয়েছে। মাস্কের টুইটার কেনার থেকেই বিজ্ঞাপন থেকে টুইটারের আয় কমেছে। টুইটারে কর্মী ছাঁটাই, ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধিসহ নানা কারণে বিজ্ঞাপনদাতারা টুইটারে বিজ্ঞাপন দেওয়া থেকে সরে আসেন বলে মনে করা হচ্ছে।ইলন মাস্ক ২০২১ সালের জানুয়ারিতে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক হয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছিলেন। এখন পর্যন্ত বিশ্বে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক হওয়া দ্বিতীয় ব্যক্তি তিনি। তাঁর আগে ধনকুবের জেফ বেজোস ২০ হাজার কোটি ডলারের মাইলফলক পেরিয়েছিলেন। ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে টেসলার শেয়ারের দর ৬৫ শতাংশ কমেছে।তবে মাস্ক টেসলা নিয়ে দুশ্চিন্তাগুলো নাকচ করে দিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোয় টেসলার শেয়ারে ধস নামার পর ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২১ সালের ৪ নভেম্বর নাগাদ তাঁর ৩৪ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ ছিল। তিনি তখন বিশ্বের শীর্ষ ধনী ছিলেন। তবে গত বছরের ডিসেম্বরে ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট তাঁকে টপকে শীর্ষ ধনী হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য