Thursday, January 23, 2025
বাড়িবিশ্ব সংবাদজর্জ ফ্লয়েড হত্যা, সাবেক পুলিশ কর্মকর্তার সাড়ে ৩ বছরের জেল

জর্জ ফ্লয়েড হত্যা, সাবেক পুলিশ কর্মকর্তার সাড়ে ৩ বছরের জেল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১০ ডিসেম্বর: যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।শুক্রবার মিনিয়াপলিসের হেনেপিন কাউন্টি ডিস্ট্রিক্ট আদালত সাবেক পুলিশ কর্মকর্তা জে. আলেকজান্ডার ক্যাঙ্গকে এ সাজা দেন, তিন এ সময় ওহাইওর একটি কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।২০২০ সালের মে-তে মিনিয়াপলিসের একটি দোকানের সামনে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর ফ্লয়েডের (৪৮) ঘাড়ে আরেক পুলিশ কর্মকর্তা হাঁটু গেড়ে বসে থাকার পর তার মৃত্যু হলে প্রথমে যুক্তরাষ্ট্রজুড়ে পরে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় সৃষ্টি বিক্ষোভের আগুন খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠা যুক্তরাষ্ট্রকে।এ ঘটনার ৯ মিনিটের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল।২০২০ এর ২৫ মে মিনিয়াপলিসের মুদির দোকানে যে চার জন পুলিশ কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল তাদের একজন ছিলেন আলেকজান্ডার ক্যাঙ্গ। সিগারেট কিনতে ২০ ডলারের একটি জাল নোট ব্যবহার করেছেন, এমন সন্দেহে ফ্লয়েডকে তারা হেফাজতে নেওয়ার চেষ্টা করেছিলেন।ধস্তাধস্তির সময় দলটিতে থাকা জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন হ্যান্ডকাফ পরানো ফ্লয়েডকে রাস্তায় ফেলে তার ঘাড়ে হাঁটু গেড়ে ৯ মিনিটেরও বেশি বসে থাকার পর ফ্লয়েডের মৃত্যু হয়। নরহত্যায় সহায়তা ও উৎসাহিত করার অভিযোগে অক্টোবরে দোষী সাব্যস্ত হয়েছিলেন ক্যাঙ্গ (২৯) । এবার ওই মামলায় শাস্তি পেলেন তিনি।এর আগে ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে ফেডারেল আদালতে দুটি মামলার রায়ে আড়াই বছর ও সাড়ে তিন বছরের কারাদণ্ড পেয়েছিলেন তিনি। ওহাইওর কারাগারে এখন একসঙ্গে এসব দণ্ড ভোগ করছেন তিনি।ক্যাঙ্গ ও  সহকর্মী কর্মকর্তা টমাস লেইন ফ্লয়েডকে নিরস্ত করতে শভিনকে সাহায্য করেছিলেন, তাদের সঙ্গে থাকা আরেক কর্মকর্তা তোউ থাও পাশে দাঁড়িয়ে থাকলেও তাদের সঙ্গে যোগ দেননি।ক্যাঙ্গের সাজা ফ্লয়েডের পরিবারকে ন্যায়বিচার পাওয়ার অনুভূতি দেবে বলে এক বিবৃতিতে মন্তব্য করেছেন নাগরিক অধিকার আইনজীবী বেন ক্রাম্প। মিনিসোটা অঙ্গরাজ্যের আদালতে বিচারে দোষী সাব্যস্ত শভিনের সাড়ে ২২ বছরের কারাদণ্ড হয়। পাশাপাশি একই হত্যাকাণ্ডের ঘটনায় ফেডারেল আদালত তাকে ২১ বছরের কারাদণ্ড দেয়। এসব কারাদণ্ড এখন ভোগ করছেন শভিন।  নাগরিক অধিকার থেকে ফ্লয়েডকে বঞ্চিত করার দায়ে শভিনের সঙ্গে থাকা অন্য তিন কর্মকর্তার প্রত্যেককে জুলাইয়ে আড়াই বছর থেকে সাড়ে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য