Thursday, January 23, 2025
বাড়িবিশ্ব সংবাদইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৪ নভেম্বর: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ছয় বছর বয়সী এক বালককে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে দুই দিনেরও বেশি আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে।সোমবারের ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর থেকে যারা নিখোঁজ রয়েছেন বুধবারের এ ঘটনা তাদের স্বজনদের মধ্যে ফের আশা সঞ্চার করেছে বলে সিএনএন জানিয়েছে।ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, সিয়ানজুর জেলার নাগরাক গ্রাম থেকে বালকটিকে উদ্ধার করা হয়েছে, তার নাম আজকা মৌলানা মালিক।মালিককে তার দাদীর মৃতদেহের পাশে পাওয়া যায় বলে জানিয়েছে তারা। তাকে সিয়ানজুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে উদ্ধারকর্মীরা তার বাবা-মায়ের মৃতদেহ খুঁজে পেয়েছিল।

ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানায় দুর্বল কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকা বহু বাড়ি ও স্থাপনা ধসে পড়ে। এতে বহু মানুষের মৃত্যু হয়। ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস এতে বাড়তি মাত্রা যোগ করে।বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপিবির প্রধান মেজর জেনারেল সুহারিয়ান্তো জানিয়েছেন, এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭১ জনে দাঁড়িয়েছে। এদের এক তৃতীয়াংশেরও বেশি শিশু বলে জানিয়েছেন তিনি।দুপুরে স্কুলে শিশুরা একসঙ্গে শ্রেণিকক্ষে বসে লেখাপড়া করার সময়ই ভূমিকম্পটি হয়। একাধিক শ্রেণিকক্ষ ধসে পড়লে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে তারা। যে কারণে এ ভূমিকম্পে হতাহতদের মধ্যে শিশুর সংখ্যা তুলনামূলক বেশি।ভূমিকম্পে প্রায় ২০৪৩ জন আহত হয়েছে এবং ৬১৮০০ জন বাস্তুচ্যুত হয়েছে বলে সুহারিয়ান্তো জানিয়েছেন। প্রায় ৪০ জনের মতো এখনও নিখোঁজ রয়েছে। ৫০টিরও বেশি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য