স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ নভেম্বর: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য অ্যারিজোনায় বেশ কিছু ইলেকট্রনিক ভোট-কাউন্টিং মেশিনে (ইভিএম) সমস্যা দেখা দিয়েছিল, সেগুলোতে ব্যালটগুলো সঠিকভাবে সারিবদ্ধ ছিল না আর সেগুলো পড়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর ম্যারিকোপা কাউন্টির রেকর্ডার স্টিভেন রিচার সাংবাদিকদের জানান, অঙ্গরাজ্যটির সবচেয়ে জনবহুল কাউন্টির প্রায় ২০ শতাংশ ইলেকট্রনিক ভোট গণনা মেশিন ঠিকমতো কাজ করছে না, তাই সেগুলো ঠিক করার জন্য টেকনিশিয়ানদের কাজে লাগানো হয়েছে। রিচার জানান, ওই মেশিনগুলোর ভেতরে ব্যালটগুলো সঠিকভাবে সারিবদ্ধ থাকেনি আর সেগুলো পড়াও যাচ্ছিল না; সমস্যা সত্ত্বেও সব ভোট গণনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।এই সমস্যাকে ‘হতাশাজনক’ বলে আখ্যায়িত করে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো নির্বাচন অস্বীকারকারীরা এই সুযোগকে ‘কাজে লাগাতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আর তার আশঙ্কাকে সত্য প্রমাণ করে ট্রাম্প ও তার অনুসারিরা এই ঘটনাকে ডেমোক্রেটদের নির্বাচন জালিয়াতির প্রমাণ বলে দাবি করে। ম্যারিকোপা কাউন্টি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় প্রায় ২টার দিকে অঞ্চলটির এক চতুর্থাংশ ভোট কেন্দ্রের প্রায় ৬০টি মেশিনে সমস্যা দেখা দেয়, প্রিন্টার সেটিং পাল্টানোর পর ১৭টি ঠিক হয়।
অ্যারিজোনার রিপাবলিকান দলীয় গভর্নর প্রার্থী ক্যারি লেক ইলেকট্রনিক ভোট কাউন্টিং মেশিনের এই সমস্যাকে ইস্যু বানিয়ে নিজের টুইটার একাউন্টে একটি ‘ভোটার অ্যালার্ট’ জারি করেন। ব্যাপক ভোট জালিয়াতির মাধ্যমে ২০২০ সালের নির্বাচন তার কাছ থেকে চুরি করে নিয়ে নেওয়া হয়েছে বলে মিথ্যা অভিযোগ করেছিলেন ট্রাম্প, লেকও তার মতো একই অভিযোগ করেন।সূচী অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে ভোট বন্ধ হওয়ার কথা থাকলেও রিপাবলিকানরা ভোটের সময় বাড়ানোর অনুরোধ জানায়, কিন্তু ম্যারিকোপা কাউন্টির এক বিচারক তা প্রত্যাখ্যান করেন। বিচারক বলেন, মেশিনে সমস্যার জন্য অন্তত একজন ভোটার ভোট দিতে পারেননি এমন কোনো প্রমাণ রিপাবলিকানরা দেখাতে পারেনি।ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে একটি ভিডিও পোস্ট করে, যদি তারা ভোট দিতে বিলম্বের সম্মুখীন হন তাহলে অ্যারিজোনার লোকজনকে ‘ভোটারের লাইনেই অবস্থান করার’ আহ্বান জানান।প্রার্থী লেক সাংবাদিকদের জানান, তিনি শহরের ‘বামপন্থি অধ্যুষিত’ একটি এলাকায় ভোট দিয়েছেন এবং তখন কোনো সমস্যার মুখোমুখি হননি।ট্রাম্প, লেক ও অন্যান্য রিপাবলিকানরা শুধু নির্বাচনের দিন ভোট গ্রহণ ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বন্ধ এবং শুধু কাগজের ব্যালট ও হাতে গণনার দাবি জানিয়ে আসছে।তাদের দাবি অনুযায়ী কিছু হলে তা মেশিনে ভোট গ্রহণ ও গণনার চেয়ে বেশি সময়সাপেক্ষ, ব্যায়বহুল ও কম নির্ভুল হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।