Wednesday, February 12, 2025
বাড়িবিশ্ব সংবাদআনোয়ারায় পুড়েছে ১৪ দোকান, ক্ষতিগ্রস্ত ব্যাংক-বীমা অফিস

আনোয়ারায় পুড়েছে ১৪ দোকান, ক্ষতিগ্রস্ত ব্যাংক-বীমা অফিস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ নভেম্বর: চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে ছাই হয়েছে ১৪টি দোকান ও খাবার হোটেল; অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকসহ আরও কয়েকটি স্থাপনা।ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ অফিস থেকে জানানো হয়, উপজেলার চাতুরি চৌমুহনী বাজারে রোববার রাত ১২টার দিকে আগুন লাগার খবর পান তারা।এরপর ফায়ার সার্ভিসের চার ইউনিটের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।আনোয়ারা ফায়ার স্টেশনের ফায়ার অফিসার বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চৌমুহনী বাজারে আমিন কমপ্লেক্স নামে একটি ভবনের পাশে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। তাতে খাবার হোটেলসহ বিভিন্ন ধরনের ১৪টি দোকান পুড়ে যায়।আগুনে আমিন কমপ্লেক্সে থাকা ‘এবি ব্যাংক’ এবং একটি বীমা কোম্পানির শাখাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই দুই প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিস্তারিত তিনি জানাতে পারেননি।ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক (জোন-২) মো. আব্দুল্লাহ বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য