Thursday, April 25, 2024
বাড়িবিশ্ব সংবাদট্রাসের পদত্যাগের খবর নিয়ে চীনের উইবোতে হইচই

ট্রাসের পদত্যাগের খবর নিয়ে চীনের উইবোতে হইচই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ অক্টোবর: চীনের কঠোর-সেন্সরশিপের আওতাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম উইবো ছেয়ে গেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের খবরে।সেখানে হ্যাসট্যাগ ‘যুক্তরাজ্যের সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের প্রধানমন্ত্রী ট্রাস’ এরই মধ্যে তিন কোটি ২০ লাখের বেশিবার দেখা হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। চীনে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ‘সেন্সরশিপ’ অনেক বেশি। সরকারের নজরদারিও অনেক কড়া। তার ওপর গত রোববার থেকে চলছে দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির জাতীয় সম্মেলন। এ সময়ে অনেক আন্তর্জাতিক খবরই যেখানে কম গুরুত্বপূর্ণ করে দেখানো হচ্ছে। সেখানে ট্রাসের পদত্যাগ নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে ট্রাসের ‘সংক্ষিপ্ত এবং বিশৃঙ্খল’ প্রধানমন্ত্রীত্বকে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হচ্ছে। যেটিকে তারা বলছে, ‘পশ্চিমা ধাঁচের গণতন্ত্র’। চীনের সংবাদমাধ্যমগুলোতেও ট্রাসের পদত্যাগের খবর গুরুত্বসহকারে প্রকাশ পাচ্ছে। একটি পত্রিকা শিরোনাম করেছে ‘ট্রাস্ট ক্রাইসিস’।সাংহাই ভিত্তিক সাইট ‘গুয়ানচা’ বলেছে, তিনি ‘ব্রিটিশ অর্থনীতিকে উল্টে দিয়েছেন’। সেখানে ট্রাসের নিজের প্রস্তাবিত আয়কর কমানোর (৪৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা) পরিকল্পনা থেকে সরে যাওয়াকে ‘একটি অপমানজনক অবনমন’ হিসাবে দেখা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য