Saturday, April 20, 2024
বাড়িবিশ্ব সংবাদস্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিলেন পুতিন

স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিলেন পুতিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।।মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সোমবার স্নোডেনের নাগরিকত্ব মঞ্জুর করে একটি ডিক্রিতে সই করেছেন পুতিন।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মকর্তা ছিলেন এই স্নোডেন।২০১৩ সালে গোপন নথি ফাঁস করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ভিত নাড়িয়ে দেওয়া স্লোডেন দেশ ছেড়ে পালিয়ে গিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন।আজ প্রায় ৯ বছর পর রাশিয়া তাকে নাগরিকত্ব দিল। স্নোডেন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। ক্রেমলিনও এ নিয়ে কোনও মন্তব্য করেনি।তবে পুতিন রাশিয়ার নাগরিকত্ব মঞ্জুর করে ৭২ জন বিদেশি-বংশোদ্ভুত ব্যক্তির যে তালিকা সই করেছেন তাতেই রয়েছে স্নোডেনের নাম।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কয়েকবছর ধরেই গুপ্তচরবৃত্তির অভিযোগে ফৌজদারি বিচারের জন্য স্নোডেনের হস্তান্তর চেয়ে আসছে।রাশিয়া ২০২০ সালে স্নোডেনকে সেদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়। এই অনুমতি পাওয়ার পরই রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য স্নোডেনের পথ সুগম হয়।এখন স্নোডেনের নাগরিকত্ব মঞ্জুর হওয়ার পর তার স্ত্রী লিন্ডসে মিলসও রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন স্নোডেনের আইনজীবী। লিন্ডসে ২০২০ সালে একটি পুত্রসন্তান জন্ম দেন।গোপন গোয়েন্দা নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে বিশ্বে আলোড়ন তোলা স্নোডেনকে মার্কিন অনেক রাজনীতিবিদ ‘বিশ্বাসঘাতক’, ‘দেশদ্রোহী’ অ্যাখ্যা দিয়েছেন।তবে মার্কিন গোয়েন্দাদের সমালোচিত কর্মকাণ্ড ফাঁস করে প্রশংসাও কুড়িয়েছেন স্নোডেন।২০১৭ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোপনীয়তা ফাঁস করা ছিল স্নোডেনের ভুল। কিন্তু তিনি দেশদ্রোহী নন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য