Sunday, January 26, 2025
বাড়িবিনোদননাগা-শোভিতার বিয়ে দেখানো হবে ওটিটিতে!

নাগা-শোভিতার বিয়ে দেখানো হবে ওটিটিতে!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ নভেম্বর : ৪ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। ইতিমধ্য়েই এই বিয়ে নিয়ে গোটা দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে। থার উপর যখন থেকে রটেছে যে, শুধু জাঁকজমকই নয়, ৮ ঘণ্টা ধরে সমস্ত রীতি মেনে নাগা ও শোভিতা বিয়ে করবেন, তখন থেকেই এই বিয়ের খুঁটিনাটি জানতে হন্যে হয়ে পড়েছে অনুরাগীরা। তবে খুশির খবর, কড়া নিরাপত্তায় মোড়া এই বিয়ের আসরে পাপারাজ্জিদের ক্যামেরা ঢুকতে না পারলেও, নাগা-শোভিতার বিয়ে দেখতে পাবেন গোটা দুনিয়া। আর এই ব্য়বস্থা করে দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম! হ্যাঁ, ওটিটিতেই মুক্তি পাবে নাগা ও শোভিতার বিয়ের ভিডিও। জানা গিয়েছে, নেটফ্লিক্সের কাছে তাঁদের বিয়ের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি টাকায়! তবে এই খবর রটে গেলেও, নাগা ও শোভিতার পরিবারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি এই বিষয়টি।

জানা গিয়েছে, নাগা-শোভিতার ইচ্ছে আক্কিনেনি নাগেশ্বর রাও তথা নাগা চৈতন্যর ঠাকুরদা পারিবারিক ঐতিহ্য ও সম্মান বজায় রেখে বিয়ে করতে। মনে করা হচ্ছে, বিবাহবাসর এমন কোনও জায়গায় করতে চাইছেন তাঁরা যাতে পরিবারের সমস্ত বয়স্ক মানুষও সহজে যোগ দিতে পারেন।

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। ২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেইসময়ে হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য