Monday, February 17, 2025
বাড়িবিনোদনচুপিচুপি বিয়ে করে ফেলেছেন তাপসী পন্নু !

চুপিচুপি বিয়ে করে ফেলেছেন তাপসী পন্নু !

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৫ মার্চ : বলিউডে একের পর এক নায়িকা বিয়ে করছেন। সম্প্রতি রকুল প্রীত সিংহ বিয়ে করছেন, গাঁটছড়া বেঁধেছেন কৃতি খারবন্দাও। এ বার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী তাপসী পন্নু। চুপিচুপি নাকি বিয়ে সেরেছেন অভিনেত্রী। , গত ২৩ মার্চই নাকি বিয়ে করেছেন তাপসী। পাত্র প্রেমিক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়। কিছু দিন ধরেই তাপসীর বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। বিয়ের প্রসঙ্গে কোনও প্রশ্ন করা হলে হয় এড়িয়ে গিয়েছেন, নয়তো বিরক্তি প্রকাশ করেছেন তিনি। তবে এ বার উদয়পুরে তাঁদের বিয়ের খবর প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করেননি তাপসী বা ম্যাথিয়াসের কেউই।

প্রায় ১০ বছরের সম্পর্ক তাপসীর সঙ্গে এই ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়ের। এতগুলি বছর প্রেমের সম্পর্কে থেকেও কখনও সে ভাবে প্রেমিককে প্রকাশ্যে আনেননি তিনি। কয়েক মাস আগে প্রেমের সম্পর্কে প্রথম বার সিলমোহর দেন তাপসী। কিন্তু, নিজের জীবন নিয়ে বরাবরই খুব চুপচাপ তাপসী। তাঁকে নিয়ে খুব বেশি চর্চা হোক, তা না-পসন্দ অভিনেত্রীর। অভিনয় সংক্রান্ত খবর ছাড়া নিজের জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। তাই তাঁর বিয়ে নিয়ে চর্চা হোক, সেটাও চাননি তাপসী। শোনা গিয়েছে, বুধবার থেকেই থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান। শুধু মাত্র দু’জনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে। প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, এখনও বিয়ের খবরে সিলমোহর দেননি তাপসী। নবদম্পতির কোনও ছবিও প্রকাশ্যে আসেনি এখনও।

তাপসীর বিয়েতে যে বলি-তারকদের ভিড় দেখা গিয়েছে, এমনও নয়। জানা গিয়েছে, বিয়ের আসরে তাপসীর ‘দোবারা’ এবং ‘থাপ্পড়’ ছবির সহ-অভিনেতা পাভেল গুলাটি হাজির ছিলেন। উপস্থিত ছিলেন পরচালক অনুরাগ কাশ্যপ। অনুরাগ তাপসীর ঘনিষ্ঠ বন্ধু। ‘মনমর্জ়িয়া’, ‘সান্ড কি আঁখ’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য