Monday, February 10, 2025
বাড়িবিনোদনমৃত্যুর কাছে হার মানতে বাধ্য হলেন অভিনেতা পার্থসারথি দেব

মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হলেন অভিনেতা পার্থসারথি দেব

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ মার্চ :  অবশেষে লড়াই শেষ। মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব। শুক্রবার ১১টা ৫০ মিনিটে প্রয়াত হলেন টলিউডের প্রিয় পার্থদা। শনিবার দুপুর ১২ টা নাগাদ অভিনেতার মরদেহ আনা হবে টেকনিশিয়ান স্টুডিওতে। অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে সেখানেই হাজির থাকবেন টলিপাড়ার কলাকুশলীরা।

সিওপিডির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন অভিনেতা। তাঁর নিউমোনিয়াও ধরা পড়েছিল। সেখান থেকেই বুকে সংক্রমণ ছড়িয়ে যায়। বেশ কয়েক সপ্তাহ ধরে বাঙ্গুর হাসপাতালে অভিনেতার চিকিৎসা চলছিল। শেষমেশ, শুক্রবার রাতে মৃত্যুর কাছে হার মানলেন অভিনেতা। প্রায় ৪৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন।

আর্টিস্ট ফোরামের তরফে শোকজ্ঞাপন করে জানানো হয়, ‘তাঁর অকাল প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। আজ ২৩ মার্চ, ২০২৪ টেকনিশিয়ানস স্টুডিওতে ১২টার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সেসময় স্টুডিয়োতে এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করতে পারেন।’

এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি। সম্প্রতি একাই থাকতেন অভিনেতা। 

অভিনয় কেরিয়ারে টেলিপর্দা এবং সিনেপর্দায় মুগ্ধ করেছে তাঁর অভিনয়। ফিল্মি কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। নাটকের মঞ্চেও অবাধ বিচরণ পার্থসারথি দেবের। দক্ষ অভিনয়ের জোরই নিজের পায়ের তলার মাটি শক্ত করেছিলেন তিনি। ‘চুনী-পান্না’, ‘জয়ী’র মতো জনপ্রিয় সব মেগায় গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। তাঁর চলে যাওয়ায় ভেঙে পড়েছেন ভক্তেরা।

সোশাল মিডিয়ায় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জয়জিৎ বন্দ্য়োপাধ্যায়, রূপাঞ্জনা মৈত্রর মতো শিল্পীরা।

গত ১৭ মার্চই অভিনেতাকে ভেন্টিলেশনে রাখার খবর মিলেছিল। এরপর ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ব্যক্তিগত জীবনে একসময় দূরদর্শনের মেকআপ আর্টিস্ট বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন পার্থসারথী দেব। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁদের সেই সম্পর্কে তিক্ততা তৈরি হয়। এখন আইনি বিচ্ছেদও হয়ে গিয়েছে দুজনের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য