Wednesday, January 22, 2025
বাড়িবিনোদনবিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়া নিয়ে হর্ষ গোয়েঙ্কার একটা টুইটেই তোলপাড় !

বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়া নিয়ে হর্ষ গোয়েঙ্কার একটা টুইটেই তোলপাড় !

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৭ ফেব্রুয়ারি : দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ? এই প্রশ্ন অনেকদিনের। তারকা দম্পতি এবিষয়ে মুখে কুলুপ আঁটলেও সম্প্রতি খবর ফাঁস করে দিয়েছেন এবি ডিভিলিয়ার্স। এবার বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়া নিয়ে হর্ষ গোয়েঙ্কার একটা টুইটেই তোলপাড় পড়ে গিয়েছে।

শিল্পপতি গোয়েঙ্কা এক্স হ্যান্ডেলে সম্প্রতি লিখেছেন, “নতুন সন্তান আসছে আর কিছু দিনের মধ্যেই। আশা করি, ভারতের ক্রিকেট তারকা বাবার মতোই সেই শিশুও দেশকে উচ্চতায় নিয়ে যাবে। নাকি তার মাকে অনুসরণ করে সিনেদুনিয়ার তারকা হবে?” প্রশ্ন তুলেই হর্ষ গোয়েঙ্কা বিরুষ্কার অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন। বিগত তিন মাস ধরেই অনুষ্কার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এপ্রসঙ্গে বিরাট বা অনুষ্কা কেউই মুখ খোলেননি এখনও পর্যন্ত।


শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অনুষ্কাকে নিয়ে লন্ডনে রয়েছেন বিরাট। এই সময়টা তারকা দম্পতি নিভৃতেই কাটাতে চাইছেন। সেই কারণেই এই অজ্ঞাতবাস। প্রথমে শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই অনুষ্কা সুখবর শোনাবেন। কিন্তু তেমন কোনও ঘটনা ঘটেনি। এবার গুঞ্জন, ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অনুষ্কা। লন্ডনেই ডেলিভারি হওয়ার কথা। প্রতিনিয়ত পাপারাজ্জির নজর এড়াতেই নাকি এমন সিদ্ধান্ত। মেয়ে ভামিকাকে এখনও আড়াল করে রেখেছেন বিরাট-অনুষ্কা। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও সম্ভবত সেই কারণেই এত রাখঢাক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য