Saturday, January 25, 2025
বাড়িবিনোদন৪০০ টাকার চিরুনি কিনলেন অনুপম খের!

৪০০ টাকার চিরুনি কিনলেন অনুপম খের!

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৫ ফেব্রুয়ারি : মাথায় একটাও চুল নেই। একেবারেই চকচকে টাক। সেই মানুষটিই যদি চিরুনি কেনেন, তাও আবার ৪০০ টাকার তাহলে কেমন হবে? নাহ, কোনও গল্প নয়, বাস্তবেই এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বলিউড অভিনেতা অনুপম খের। আর নেপথ্যে রয়েছে এক মহৎ উদ্দেশ্য।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি অনুপম খের তাঁর সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, রাজু নামের বৃদ্ধ তাঁর গাড়ির সামনে এসে চিরুনি বিক্রি করছেন। গাড়ি থামিয়ে ঠাট্টার সুরেই অনুপম রাজুকে বলেন, আমার তো চিরুনি কাজে লাগবে না। ঠিক তখনই অনুপম জানতে পারেন রাজুর জন্মদিনের কথা। তাঁর মুখে হাসি ফোটাতেই ৪০০ টাকা দিয়ে চিরুনি কিনলেন অনুপম। অনুপমের কাছ থেকে একটি চিরুনির জন্য ৪০০ টাকা পেয়ে আপ্লুত রাজু।


এরকমই এক ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে অনুপম লিখলেন, ”টাকলু এবং সুন্দর। আজব এক ঘটনা ঘটল আজকে। আমাকে রাজু চিরুনি বিক্রি করল। যার প্রয়োজন আমার নেই। তবে যখন আমি জানতে পারলাম রাজুর জন্মদিনের কথা। তখন কিনেই ফেললাম। রাজুর হাসি খুব উজ্জ্বল। রাজু যে ভালো মানুষ তা হাসিতেই প্রমাণ।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য