Tuesday, January 14, 2025
বাড়িবিনোদন‘অ্যানিম্যাল’ রণবীর জিতে নিলেন ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার

‘অ্যানিম্যাল’ রণবীর জিতে নিলেন ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জানুয়ারি : ‘অ্যানিম্যাল’ রণবীর বক্স অফিস জিতেছেন। ‘অ্যানিম্যাল’ রণবীর অনুরাগীদের মন জিতেছেন। আর এবার ‘অ্যানিম্যাল’ রণবীর জিতে নিলেন ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার। ফিল্মফেয়ারের ব্ল্যাক লেডি হাতে সেই মন জেতার পুরস্কারই বাবা ঋষি কাপুর ও মেয়ে রাহাকে উৎসর্গ করলেন রণবীর। মঞ্চ থেকে রণবীরের কণ্ঠে শোনা গেল, এই পুরস্কার ‘শুধু তোমাদের দুজনের জন্যই!’

বেশ কয়েক বছর ধরেই বক্স অফিসের লড়াইয়ে পিছিয়ে পড়েছিলেন রণবীর। হাতে ছিল না একটাও হিট। তার পর হঠাৎ আলিয়াকে বিয়ে করার পর জীবন গেল পালটে। বাবা হলেন রণবীর। মেয়ে রাহা রণবীরের জীবন দর্শনকে পালটে দিল। বাবা ঋষি কাপুরকে হারিয়েছেন তিনি। ঋষিকে যে তিনি প্রতি মুহূর্তে মিস করেন, নানা সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন। অন্যদিকে, বার বারই তিনি বলেন, মেয়ে রাহার কাছে আদর্শ বাবা হতে চান তিনি। সেই কারণেই আপদমস্তক নিজেকে বদলে ফেলেছেন রণবীর। ফিল্মফেয়ারের মঞ্চে সেই বদলেরই ঝলক দেখা গেল।
এদিন রণবীর বলেন, ”প্রতিটা দিন তোমাদের স্বরণ করি। প্রতিটা সময় বেঁচে থাকি তোমাদের জন্য। আমার বাবা ও আমার মেয়ে। এই পুরস্কার তোমাদের জন্যই।” রণবীর আরও বলেন, ”যেদিন রাহা জন্মায়। তার দুদিন বাদেই অ্য়ানিম্যাল ছবির শুটিং শুরু করি। ফ্লোর থেকে ফিরেই রাহার সঙ্গে সময় কাটাতাম। সেই মুহূর্তগুলো জীবনের সম্পদ।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য